অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: ভুবনেশ্বর এমস (Bhubaneswar AIIMS) থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনায় পড়ল অ্যাম্বুল্যান্স। তাতে মৃত্যু হয়েছে রোগীর। আহত হয়েছেন অ্যাম্বুল্যান্সের চালক-সহ মোট ছয় জন। মৃত রোগী এবং আহতরা পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) কেশপুরের বাসিন্দা। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। 


অ্যাম্বুল্যান্সের চালক-সহ মোট ছয় জন আহত হয়েছেন


মঙ্গলবার সকালে বাংলা-ওড়িশা সীমানায় (West BEngal Odisha Border)৬০ নম্বর জাতীয় সড়়কের উপর দুর্ঘটনাটি ঘটে। ভুবনেশ্বর এমস থেকে ফিরছিস অ্যাম্বুল্যান্সটি। সেই সময় জলেশ্বরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাকের গায়ে ধাক্কা মারে অ্যাম্বুল্যান্সটি। তাতেই রোগীর মৃত্য হয়। আহত হন বাকিরা। আবার মুর্শিদাবাদেও লরি ও বাসের ধাক্কায় এক জনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েক জন। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেশপুর থেকে ভুবনেশ্বরের এমসে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় রোগীকে। রবিবার ভুবনেশ্বর গিয়েছিলেন তাঁরা। মঙ্গলবার সকালে ফিরছিলেন। বাংলা-ওড়িশা সীমান্তে তখনই দুর্ঘটনার মধ্যে পড়ে অ্যাম্বুল্যান্সটি। এ দিন সকালে ঘন কুয়াশায় ঢাকা ছিল চারিদিক। কম ছিল দৃশ্যমানতাও। তাতেই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। 


দুর্ঘটনার পর, অ্যাম্বুল্যান্সটি উদ্ধার করে নিয়ে যায় জলেশ্বর থানার পুলিশ। সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকিরা গুরুতর আহত। দুর্ঘটনার কবলে পড়েই রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। 


এ দিকে মঙ্গলবার সকালে আরও একটি দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। তার জন্যও ঘন কুয়াশা এবং দৃশ্যমানতা কমে যাওয়াকে দায়ী করা হচ্ছে। কুয়াশাচ্ছন্ন সকালে মুর্শিদাবাদের (Murshidabad) দৌলতাবাদে বাস-লরির মুখোমুখি সংঘর্ষ বাধে। সেই দুর্ঘটনায় বাস চালকের মৃত্যু হয়। আহত হন নয়জন বাসযাত্রী। 


আরও পড়ুন: Garia Inner Clash : গড়িয়ায় তৃণমূল নেতার 'মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধর', অভিযোগ দলেরই বিরুদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে


আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেসরকারি বাসটি উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে বহরমপুর যাচ্ছিল।
সকাল সাড়ে ৬টা নাগাদ উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনার পর লরির চালক পলাতক। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাস এবং লরিটি দু'টি দ্রুত গতিতে চলছিল। কুয়াশায় চারিদিক ঢাকা ছিল। কিছু দেখা যাচ্ছিল না। ফলে মুখোমুখি ধাক্কা লাগে। এতটাই তীব্র ছিল এই ধাক্কা যে, বাসের সামনের অংশ তুবড়ে গিয়েছে। বাস এবং লরিটিতে কোনও যান্ত্রিক গোলযোগ ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। 


বাংলা-ওড়িশা সীমানায় ৬০ নম্বর জাতীয় সড়়কের উপর দুর্ঘটনা


 ঘটনাটি ঘটেছে দৌলতাবাদের নয় মাইল এলাকায়। বেসরকারি বাসটি বহরমপুর থেকে ইসলামপুর এবং বিপরীতমুখী লরিটি ইসলামপুর থেকে বহরমপুর যাচ্ছিল বলে জানা যায়। ঘটনাস্থলে দৌলতাবাদ থানার পুলিশ। আহত ব্যক্তিদের তড়িঘড়ি বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাস ও লরি চালক পলাতক।.