কলকাতা: বাজেট অধিবেশনের শুরুতেই বেনজির পরিস্থিতি। রাজ্যপালের ভাষণের মধ্যেই বিধানসভায় তুমুল হট্টগোল। ভাষণ চলাকালীন স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। 'চোর ধরো জেল ভরো', স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়কদের। এমন কী রাজ্যপালের সামনে কাগজ ছুড়ে প্রতিবাদ করেন বিজেপি বিধায়করা। ধনকড়-পর্ব এখন অতীত। রাজ্যপালের ভাষণ দিয়ে আজ শুরু হয় বিধানসভার বাজেট অধিবেশন। বিধানসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও। দুপুর ২টো থেকে রাজ্যপালের ভাষণ শুরু হতেই বিজেপি বিধায়করা দফায় দফায় বিক্ষোভ দেখান। ছিঁড়ে ওড়ানো হল রাজ্যপালের ভাষণের কপি। এদিন লাগাতার বিক্ষোভের পর বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিধানসভা কক্ষের বাইরেও স্লোগান দেন। 


রাজ্যপালের মুখে রাজ্য সরকারের প্রশংসা: এদিন রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা শোনা যায় রাজ্যপালের মুখে, তিনি বলেন, ' আইনশৃঙ্খলা রক্ষায় ভাল কাজ করেছে রাজ্য সরকার । অতিমারীর মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকা উল্লেখযোগ্য ।  কৃষি ক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পে বহু মানুষ উপকৃত হয়েছেন।  স্বাস্থ্য সাথী প্রকল্পে বহু মানুষের উপকার হয়েছে । পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্প মানুষের সমস্যার সমাধানে সাহায্য় করেছে । আর তাতেই শুরু হয় হট্টগোল। এরপর, রাজ্যসভা থেকে ওয়াক আউট বিজেপি বিধায়কদের। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভার বাইরে দফায়দফায় বিক্ষোভ দেখানো হয়। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, 'সবরকম নেতিবাচক পরিস্থিতিতেও রাজ্য এগিয়ে যাবে এই আশা রাখি  '


অধিবেশের ভাষণে আর কী বললেন রাজ্যপাল?



  • ' স্বামী বিবেকানন্দ স্কলারশিপে প্রায় ৬০ লক্ষ ছাত্র উপকৃত হয়েছে  '

  • ' হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্রে প্রসবের সংখ্যা অনেক বেড়েছে  '

  • 'রাজ্যের শুল্ক আদায় প্রায় ১৫ শতাংশ বেড়েছে  '

  • ' রাজ্য সরকার জনমুখী প্রকল্প নিয়েছে  '

  • 'কেন্দ্রের কাছ থেকে বকেয়া পায়নি রাজ্য  '


তীব্র নিন্দা তৃণমূলের: রাজ্যপালের ভাষণের সময় বিজেপির বিক্ষোভের তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল। এদিন ট্যুইটে ক্ষোভ উগড়ে দিয়ে কুণাল ঘোষ লিখেছেন, 'বিধানসভায় বিজেপির স্লোগান চোর ধরো, জেল ভরো। আগে সিবিআই তাদের নথিতে ঘোষিত শুভেন্দুকে জেলে ভরুক। কেন্দ্রের পাঠানো রাজ্যপালের ভাষণের সময় অসভ্যতা করল মানসিক অবসাদগ্রস্ত বিজেপি। নিজেদের কেন্দ্রের পাঠানো রাজ্যপালকেও ছাড়ছে না। বিজেপির দেউলিয়া, হতাশার রাজনীতি প্রমাণিত। অতৃপ্ত আত্মার অসহায় আর্তনাদ।'


আরও পড়ুন: Narendra Modi: প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি জ্যাকেট, বিশেষ উপহার গায়ে চাপিয়ে সংসদে মোদি