আমতা: কোন পথে আনিস-মৃত্যুর (Anis Khan) তদন্ত? ভবানী ভবনে হাওড়া গ্রামীণের এসপি-কে তলব রাজ্য পুলিশের ডিজি-র। এসপি-র থেকে রিপোর্ট নিলেন ডিজিপি। ভবানী ভবনে (Bhawani Bhawan) দীর্ঘক্ষণ ধরে বৈঠক। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের নির্দেশ। ডিএসপি (DSP) পদমর্যাদার অফিসারকে দিয়ে তদন্তের নির্দেশ ডিজিপির (DGP)।
দেড়দিন পেরিয়ে গেলেও আনিস খানের মৃত্যুতে এখনও রহস্য। ক্ষোভে ফুঁসছে আমতায় আনিসের গ্রাম। পুলিশের ভূমিকায় ক্ষোভ স্থানীয়দের। এলাকায় পৌঁছলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভের জেরে এলাকা ছাড়ে পুলিশ। এরপরই হাওড়া গ্রামীণের পুলিশ সুপারকে ডেকে পাঠানো হয় ভবানী ভবনে। ভবানী ভবনে (Bhawani Bhawan) দীর্ঘক্ষণ ধরে বৈঠকের পর এসপি-র থেকে রিপোর্ট নেন ডিজিপি। পরে ফরেন্সিক টিম নিয়ে আনিসের বাড়িতে যায় পুলিশ। কত উঁচু থেকে কীভাবে পড়েছিল দেহ? পরীক্ষা করে দেখল ফরেন্সিক।
মৃত্যুর কারণ ঘিরে এখনও ধোঁয়াশা। আনিস খানের (Anis Khan) মৃত্যুতে পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, শুক্রবার রাতে আনিসের বাড়িতে পুলিশ যায়নি। যদিও আনিসের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। একটি মামলায় আদালত থেকে ছাত্রনেতার বিরুদ্ধে সমনও জারি হয়। পুলিশ খতিয়ে দেখছে, কারও সঙ্গে আনিসের ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা। অন্যদিকে, প্রয়াত ছাত্রনেতার বাড়িতে যায় বাম-কংগ্রেস প্রতিনিধি দল। ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) মৃত্যুর প্রতিবাদে আজ রাজ্যজুড়ে (West Bengal) এসএফআই-এর (SFI) বিক্ষোভ দেখায়। পুলিশই আনিস খানকে খুন করেছে বলে দাবি বাম ছাত্র সংগঠনের। আনিস-মৃত্যুর প্রতিবাদে আমতা থানা অভিযান এসএফআই-ডিওয়াইএফআই-এর। পুলিশের বাধার পর ব্যারিকেড ভাঙেন কর্মী সমর্থকরা। আমতা থানার বাইরে অবস্থান বিক্ষোভ করেন তাঁরা। ডেপুটেশনও দেওয়া হয়। ৫ দিনের মধ্যে দোষীদের গ্রেফতার না করা হলে বড় আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি এসএফআই-ডিওয়াইএফআইয়ের। রাজাবাজারেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ বাম ছাত্র সংগঠনের। রাজ্য সরকারকে নিশানা।উল্লেখ্য, নিহত আনিসের পরিবারের পাশে দাঁড়াতে তাঁর বাড়িতে আসেন বিশিষ্টজনেরা। আনিসের বাবার সঙ্গে কথা বললেন কৌশিক সেন, বোলান গঙ্গোপাধ্যায়রা।