প্রকাশ সিন্হা, আবীর দত্ত, সমীরণ পাল, কলকাতা : লটারির মাধ্য়মে কালো টাকা সাদা করা এবং কোটি কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগ। কলকাতা, মুম্বই, দিল্লি, তামিলনাড়ু সহ দেশের ২৫টি জায়গায় ডিয়ার লটারির (Dear Lottery) অফিস এবং আধিকারিক ও ডিলারদের বাড়িতে তল্লাশি চালাল আয়কর দফতর। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে আয়কর দফতর (Income Tax Department) সূত্রে খবর।


পুর নিয়োগ দুর্নীতি মামলায় পুর ও নগরোন্নয়মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়ি, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর বাড়ি ও অফিস। সহ রাজ্য়ের ১২টি জায়গায় একযোগে সিবিআই তল্লাশি (CBI Investigation)। আজ সকাল থেকেই সারা দেশে কলকাতা, মুম্বই, দিল্লি, তামিলনাড়ু সহ বাংলার ৪ জায়গা সহ দেশের ২৫ জায়গায় চলে তল্লাশি। জানা যাচ্ছে একাধিক জায়গায় অফিস, একাধিক আধিকারিকের বাড়ি, ডিলারদের বাড়ি, তল্লাশি চালানো হয়েছে।


মূলত অভিযোগ ডিয়ার লটারির মাধ্য়মে কালো টাকা সাদা হয়েছে। কোটি কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে। প্রভাবশালী যুক্ত রয়েছে কিনা। গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে বলেই খবর।  


প্রসঙ্গত, এর আগে অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) থেকে সুকন্যা মণ্ডল, একাধিকবার লটারি জেতার ক্ষেত্রে নাম উঠে এসেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের বিভিন্ন তদন্তে উঠে আসে তাঁদের নাম। যার পরে বিরোধীরা রাজ্যের শাসকদলের সঙ্গে ওই লটারি সংস্থার যোগের অভিযোগ শানাতে শুরু করে। প্রশ্ন তোলে লটারি সংস্থাটির আর্থিক পরিস্থিতি নিয়ে।


এর আগে দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অভিযোগ করেছিলেন, ডিয়ার লটারির সঙ্গে রাজ্যের শাসকদলের যোগের। রাজ্য বিধানসভার বিরোধীর অভিযোগ ছিল, তৃণমূল মানেই চোর। ডিয়ার লটারি আইটি রিটার্নে বলেছে, গত দেড় বছরে ৩০০ কোটি টাকা তৃণমূলকে ইলেক্টরাল বন্ডে দিয়েছে। আবার তৃণমূল তার রিটার্নে বলেছে ৩০০ কোটি টাকা ডিয়ার লটারি থেকে পেয়েছে। তৃণমূল মানে চোর, প্রতিষ্ঠিত হয়ে গেছে।                                                                       


আরও পড়ুন- কামদুনির পাশে নির্ভয়ার মা, পরিবারের সঙ্গে দেখা, দাবি ন্যায্য বিচারের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial