আমদাবাদ: অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি শুভমন গিল (Shubman Gill)। ডেঙ্গি আক্রান্ত শুভমনকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল। তবে অবশেষে মাঠে ফিরলেন শুভমন। ভারতের তরুণ তুর্কি পাকিস্তান ম্যাচের (IND vs PAK) আগেই ব্যাট হাতে নেমে পড়লেন অনুশীলনে।


ভারতীয় দল (Indian Cricket Team) অজ়িদের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচের পর চেন্নাই ছেড়ে নয়াদিল্লি উড়ে গেলেও, গিল চেন্নাইয়েই টিম হোটেলে ছিলেন। শারীরিক দুর্বলতা থাকায় চেন্নাইয়েই তাঁর চিকিৎসা চলে। তবে চেন্নাই থেকে গতকাল, বুধবারই আমদাবাদে পৌঁছে গিয়েছিলেন শুভমন গিল। তিনি আজ, বৃহস্পতিবারই আমদাবাদে অনুশীলনে নেমে পড়লেন। এই আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। শনিবার, ১৪ অক্টোবর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ আয়োজিত হবে। সেই ম্যাচে অবশ্য গিলের খেলা নিয়ে এখনও যথেষ্ট সংশয় রয়েছে। 


গিলের অনুপস্থিতিতে তাঁর বন্ধু ঈশান কিষাণ বিগত দুই ম্যাচে ভারতের হয়ে রোহিত শর্মার সঙ্গে ওপেন করেছেন। প্রথম ম্যাচে অজ়িদের বিরুদ্ধে তিনি রান না পেলেও, দ্বিতীয় ম্যাচে আফগানদের বিরুদ্ধে ৪৭ রানের ইনিংস খেলেন। তাই পাকিস্তান ম্যাচে গিল না ফিরলে ফের একবার তাঁকে ভারতের জার্সিতে মাঠে দেখা যেতে পারে। অপরদিকে, গিলের ডেঙ্গি হওয়ার পর তাঁর গোটা বিশ্বকাপেই অংশগ্রহণ করা নিয়ে সংশয় ছিল।


 



শোনা যাচ্ছিল ইতিমধ্যেই বিসিসিআইয়ের তরফে তিনি বিশ্বকাপে একান্তই খেলতে না পারলে, কাকে বদলি হিসাবে নেওয়া হবে, সেই বিচার বিবেচনাও শুরু করে দেওয়া হয়েছিল। গিলের বিকল্প হিসাবে রুতুরাজ গায়কোয়াড় এবং যশস্বী জয়সওয়ালের নাম উঠে আসছিল। তবে ঈশান কিষান জানিয়েছিলেন, 'ও সুস্থ হচ্ছে, চিন্তার কোনও কারণ নেই। দ্রুতই ফিরবে ও। সাম্প্রতিক সময়ে ও নিজের ফিটনেসের উপর প্রচুর কাজ করেছে। ওর ফিটনেসের জন্যই আর পাঁচজন সাধারণ মানুষের থেকে এই অসুখ থেক দ্রুত সুস্থ হচ্ছে ও। দ্রুতই ওকে ভারতের জার্সিতে খেলতে দেখা যাবে।'


গিল অনুশীলনে ফেরায় তাঁর বিশ্বকাপে অংশগ্রহণ ঘিরে জল্পনার অবসান ঘটতে চলেছে বলে ধরে নেওয়াই যায়। এবার দেখার গিল আদৌ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারেন কি না। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: জন্মদিনে খেলা প্রথম ম্যাচ, আফগানদের হারিয়ে সাজঘরে কেক কেটে সেলিব্রেট করলেন হার্দিক