মুর্শিদাবাদ: বায়রন বিশ্বাসের বাড়িতে আয়কর হানা (Income Tax Raid), টাকার পাহাড়ের হদিশ। সূত্রের খবর, সাগরদিঘির (Sagardighi) বিধায়কের বাড়িতেই ৬০ লক্ষ টাকার হদিশ মিলেছে। ভোর সাড়ে ৫টা থেকে বায়রনের (Byron Biswas) বাড়ি-কারখানা-হাসপাতাল-স্কুলে আয়কর হানা চলছিল।
বিধায়ক বায়রন বিশ্বাস পেশায় ব্যবসায়ী। কীভাবে এত নগদ তাঁর কাছে এল, তার খোঁজ করা হচ্ছে। সূত্রের খবর, টাকার উৎসের খোঁজ করছে আয়কর দফতর। সূত্রের খবর, শুধুমাত্র বায়রন বিশ্বাসের বাড়ি থেকেই বান্ডিল বান্ডিল নোটের হদিশ মিলেছে। যার মূল্য ৬০ লক্ষ টাকার আসপাশে বলে সূত্রের খবর। সাগরদিঘির বিধায়কের বাড়ি থেকে বেশ কিছু দলিলও উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর। বায়রনের বাড়িতে ম্যারাথন তল্লাশি চলছে, এখনও চলছে টাকা গোনা, খবর সূত্রের।
দিল্লিতে মোদি-মমতা বৈঠকের দিনই রাজ্যে আরও এক বিধায়কের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানা। ধুলিয়ানে বিধায়কের বাড়ি ছাড়াও বাড়ি লাগোয়া বিড়ি কারখানা, বাড়ির উল্টোদিকে চা ব্যবসার দফতরে হানা আয়কর আধিকারিকদের। অফিস, বাড়ি থেকে এক কিলোমিটার দূরে সামশেরগঞ্জের হাসপাতালেও তল্লাশি। রঘুনাথগঞ্জে বিধায়কের মালিকানাধীন স্কুলে চলছে আয়কর-তল্লাশি। সুতিতে বায়রনের নির্মীয়মাণ কেমিক্যাল হাবেও আয়কর হানা। এখনও পর্যন্ত বায়রন বিশ্বাসের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
এবার আয়কর দফতরের স্ক্যানারে IT স্ক্য়ানারে বিধায়ক বায়রন বিশ্বাস। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসাবে সাগরদিঘিতে জয়ী হয়েছিলেন বায়রন বিশ্বাস। কংগ্রেসের প্রতীকে জিতলেও কয়েকদিন পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলের যোগ দিয়েছিলেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। বুধবার, ভোর সাড়ে ৫ টা নাগাদ বেশ কয়েকটি ভাগে ভাগ হয়ে, সাগরদিঘির বিধায়কের একাধিক আস্তানায় পৌঁছে যায় আয়কর দফতরের দল। ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সামশেরগঞ্জের ধুলিয়ানে, বিধায়কের বায়রন বিশ্বাসের বাড়ি। বাড়ি লাগোয়া বিড়ি ফ্য়াক্টরি। সামশেরগঞ্জেই বায়রন বিশ্বাসের হাসপাতাল, চা সংস্থার অফিস, রঘুনাথগঞ্জের স্কুল- এবং সুতির কেমিক্যাল হাবে তল্লাশি শুরু করেছিলেন আয়কর দফতরের অফিসারেরা।
আয়কর তল্লাশির বিষয়ে জানতে, একাধিকবার বায়রন বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্রের খবর, বায়রন বিশ্বাসের হিসাব রক্ষকদের জিজ্ঞাসাবাদ করেছেন আধিকারিকরা। মুর্শিদাবাদের ধূলিয়ান, রতনপুর, জঙ্গিপুর ছাড়াও কলকাতা, শিলিগুড়ি, ঘোড়ামারা এবং দিল্লিতেও বায়রন বিশ্বাসের সংস্থার অফিস রয়েছে। সূত্রের খবর, এই সব সংস্থাগুলি নিয়েও খোঁজ খবর শুরু করেছে আয়কর দফতর।
আরও পড়ুন: পার্ক স্ট্রিটের ধাঁচে এবার হাওড়াতে শুরু ক্রিসমাস কার্নিভাল