হাওড়া: কলকাতার পার্ক স্ট্রিটের ধাঁচে এবার হাওড়াতে শুরু হয়েছে ক্রিসমাস কার্নিভাল (Christmas Carnival)। ১২ দিনব্যাপী এই কার্নিভাল বা উৎসব হবে ইছাপুরে ড্রেনেজ ক্যানেল রোডে ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে। আগামী ২২ ডিসেম্বর এই কার্নিভালের উদ্বোধন করবেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।


ফি বছর বড়দিন উপলক্ষে নতুন সাজে সেজে ওঠে ঐতিহ্যবাহী পার্ক স্ট্রিট। আলোর মালা দিয়ে সাজানো হয় অ্যালেন পার্ককে। এছাড়াও গোটা পার্ক স্ট্রিট ভাসে আলোর বন্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী ভিড় করেন সেখানে। ঠিক একইভাবে প্রথমবার হাওড়া শহরেও ক্রিসমাস কার্নিভাল পালন করা হবে। হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, আগামী ২২শে ডিসেম্বর এই উৎসবের সূচনা করবেন রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। এই উপলক্ষে একটি থিম সং তৈরি করা হয়েছে। এটা গেয়েছেন বিখ্যাত শিল্পী অরিজিত সিং। ওইদিনই এই গানটি রিলিজ করা হবে। 


এদিন তিনি আরও বলেন, এই পার্কটিকে নানা ধরনের আলো, ক্রিসমাস ট্রি, সান্তাক্লজ এবং অন্যান্য জিনিস দিয়ে সাজানো হবে। এছাড়াও থাকবে মিষ্টি, বিভিন্ন ধরনের খাবার এবং কেনাকাটা নিয়ে ৫০ টি স্টল। বেলেপোল মোড় থেকে শানপুর মোড় পর্যন্ত ড্রেনেজ ক্যানেল রোড আলো দিয়ে সাজানো হবে। দুপুর দুটো থেকে রাত দশটা পর্যন্ত পার্ক খোলা থাকবে। পার্কের মধ্যে হাওড়া পুরসভার ২৫ জন নিরাপত্তা কর্মী ছাড়াও হাওড়া সিটি পুলিশের পুলিশ কর্মীরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। পার্কের মাঝে বিশাল জলাশয় থাকায় সেখানেও নৌকো দিয়ে নজরদারি করা হবে।এদিন তিনি দাবি করেন, হাওড়ার শিল্পপতিরা এই কার্নিভালে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এই কার্নিভাল হাওড়াবাসীকে নতুন আনন্দ দেবে।


আরও পড়ুন, আচমকা ভিভিআইপি গেট দিয়ে প্রবেশ শুভেন্দুর, নবান্নে বাড়ল নিরাপত্তা


প্রসঙ্গত, সম্প্রতি বিশিষ্ট শিশু সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এবং কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের নামে হাওড়া পুরসভার উদ্যোগে চালু হয়েছে 'ষষ্ঠী-নারায়ণ ইকো পার্ক' ( Shasthi Narayan Eco Park)। সোমবার এই পার্কের উদ্বোধন করেন রাজ্যের খাদ্য  প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়। এই শীতে শহরের বুকে ঘুরে দেখার অন্যতম আকর্ষণীয় স্থান এই পার্ক। শীত পড়তেই বাঙালির মন এদিক ওদিক বেড়াতে যেতে চায়। আবার কেউ কেউ দলবেঁধে চড়ুইভাতি করতে বেরিয়ে পড়েন নানা চেনা অচেনা জায়গায়। শহরের মধ্যে কেউ যদি গোটা দিন একটু অন্যভাবে পরিবারের শিশুদের সঙ্গে কাটাতে চান। তবে এই পার্ক হতে পারে অত্যন্ত আকর্ষণীয় জায়গা। এমনটাই মনে করছে হাওড়া পুরসভা।  যেখানে শীতের মিঠে রোদ গায়ে মেখে একদিনের ছুটিতে অনায়াসেই পরিবারের শিশুদের সঙ্গে কাটিয়ে দেওয়া যেতে পারে। আগে এই জায়গাটি কেএমডিএর অধীনে থাকলেও বর্তমানে এই ইকো পার্কের নির্মাণ এবং দেখভালের দায়িত্ব হাওড়া পুরসভার।