ওড়িশা: তিনদিন ধরে ঝাড়খন্ড ও ওড়িশায় আয়কর দফতরের হানা, উদ্ধার ২০০ কোটি টাকা। সূত্রের খবর, বিপুল টাকা গুনতে আনা হয়েছে ৩৬টি টাকা গোনার যন্ত্র। বৌধ ডিস্টিলারিজে আয়কর হানা, উদ্ধার ২০০ কোটি টাকা। বলদেভ সাহু ইনফ্রা প্রাইভেট লিমিটেডের গ্রুপ কোম্পানি বৌধ ডিস্টিলারিজ। সূত্রের খবর এই সংস্থার সঙ্গে ঝাড়খন্ডের কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধিরাজ সাহুর যোগ মিলেছে। ওড়িশার কোম্পানি থেকে হিসেব বহির্ভূত আনুমানিক ২৫০ কোটি টাকা উদ্ধারের সম্ভাবনা।                                                       


ঝাড়খন্ডের কংগ্রেসের রাজ্যসভার সাংসদের ঝাড়খন্ড ও ওড়িশার বাড়ি থেকে ২০০ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। ঘটনায় কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'মানুষের থেকে লুঠের প্রত্যেকটি টাকা ফেরত দিতে হবে, এটা মোদির গ্যারান্টি। দেশের মানুষ নোটের স্তূপের দিকে তাকান এবং তাঁদের নেতাদের থেকে সততার বার্তা শুনুন'। 


শুরুটা হয়েছিল পার্থ চট্টোপাধ্য়ায়ের বান্ধবী, অর্পিতা চট্টোপাধ্য়ায়ের ফ্ল্য়াট থেকে পঞ্চাশ কোটি নগদ উদ্ধার দিয়ে। গত দেড় বছরে কলকাতা-সহ রাজ্য়ের বিভিন্ন জায়গায় খোঁজ মিলেছে টাকার পাহাড়ের। এরপর লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয় মুর্শিদাবাদের তৃণমূল বিধায়কের বাড়ি থেকেও।


কিছুদিন আগেই খাস কলকাতায় ফের লক্ষ লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছিল। কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেফতারও হয় জাল নোট পাচারকারী চক্রের অন্যতম পাণ্ডা। উদ্ধার হয় ১২ লক্ষ টাকার জাল নোট। বাজেয়াপ্ত হওয়া নোটগুলি সবই ৫০০ টাকার। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল নারকেলডাঙা থানা এলাকায় ওঁৎ পাতে কলকাতা পুলিশের এসটিএফ। হাতেনাতে পাকড়াও করে মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা আলফাজ শেখকে। মালদা থেকেই এই জাল নোটের কারবার চলত বলে পুলিশ জানায়।                                                                                 


আরও পড়ুন: Murshidabad News:মুর্শিদাবাদ মেডিক্যালে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যুর হাসপাতালে স্বাস্থ্য ভবনের ২ কর্তা, শুরু 'সাফাইয়ের রাজনীতির তরজা'