তুহিন অধিকারী, বাঁকুড়া: রাস্তা তৈরির কাজ এখনও শেষ হয়নি। একদিক থেকে কাজ যেমন এগোচ্ছে, তেমনই অন্যদিকে নতুন তৈরি হওয়া রাস্তার পিচ উঠে যাচ্ছে। এই পরিস্থিতি রাস্তার কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি কার হচ্ছে রাস্তা। বাসিন্দারা প্রশ্ন তুলেছেন পথশ্রী প্রকল্পের (Pathasree Project) অধীনে নির্মিত রাস্তার কাজের মান নিয়ে। ঘটনাস্থল বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুর ব্লকের বেলশুলিয়া গ্রাম।
বাঁকুড়ার বিষ্ণুপুর (Bishnupur Block) ব্লকের বেলশুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তালতলা বাজার থেকে বেলশুলিয়া জলের ট্যাঙ্ক পর্যন্ত রাস্তা নিয়ে সরব হয়েছেন এলাকার মানুষজন। এই রাস্তার দৈর্ঘ্য ২.৫ কিলোমিটার মতোন। এই রাস্তা নির্মাণ হচ্ছে বাঁকুড়া জেলা পরিষদের পথশ্রী প্রকল্পের অধীনে। কয়েক মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই রাস্তা উদ্বোধন করেছিলেন। রাস্তা নির্মাণের সময়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ তোলা হয়েছিল আগেই। স্থানীয় বাসিন্দারা নির্মাণের মানের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিয়েছিলেন। প্রশাসনের তরফে ওই ঠিকাদার সংস্থাকে সতর্ক করা হয়েছিল যাতে রাস্তার কাজের (Bad Road Condition) গুণগতমান ঠিক থাকে। সেই মতোই কাজ করতে বলাও হয়েছিল। এখন রাস্তা তৈরি প্রায় শেষের মুখে। কিন্তু এখনও গুণগতমান নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। তাঁদের অভিযোগ, নতুন রাস্তার গুণগত মান এতটাই খারাপ যে রাস্তায় পিচের অংশ উঠে যাচ্ছে হাত দিয়ে টানলেই। গাড়ি চললে গাড়ির চাকাতে উঠে আসছে পিচের অংশ। নতুন রাস্তার এমন হাল হলে তা কতদিন টিকবে তা নিয়ে প্রবল ক্ষোভ জানিয়েছেন বাসিন্দারা। বাসিন্দাদের একাংশের অভিযোগ, সরকার কোটি কোটি টাকা খরচ করলেও একশ্রেণির ঠিকাদার তা ক্রমাগত লুঠ করে চলেছেন। সেদিকে প্রশাসন সতর্ক দৃষ্টি দিচ্ছে না বলে তাঁদের অভিযোগ। এই দুর্নীতিতে (Corruption) প্রশাসন ও তৃণমূলের যোগ রয়েছে বলেও দাবি করেছেন বিক্ষুব্ধ গ্রামের মানুষ। শুক্রবার সকাল থেকে গ্রামের এই রাস্তার কাজ বন্ধ করে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি তুলেছেন ঠিকাদার সংস্থা ও দুর্নীতির সাথে যুক্তদের শাস্তির দাবি তুলেছেন এলাকার মানুষজন। পাশাপাশি প্রশাসনের নজরদারি অভাবে এমন ঘটনা ঘটছে বলেও অভিযোগ তুলেছেন বিক্ষুব্ধ মানুষজন।
আরও পড়ুন: 'ভোটে হারাতে না পেরে সংসদ থেকে খারিজ', মহুয়ার পাশে দাঁড়িয়ে তোপ মমতার