সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: স্বাধীনতা দিবসে স্কুলে জাতীয় পতাকা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক শিক্ষকের। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার মল্লিকপুরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাতীয় পতাকা লাগানোর লোহার পাইপটি ওপরে থাকা হাইটেনশন তারে লেগে গেলে তড়িদাহত হন ওই শিক্ষক। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাঁকে।
স্বাধীনতা দিবসে স্কুলে জাতীয় পতাকা তুলতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল স্কুল শিক্ষকের। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার হাড়োয়ার মল্লিকপুর। প্রত্য়ক্ষদর্শী রিজাউল মণ্ডল বলেন, "পতাকা উত্তোলনের সময় হাইটেনশনের তার গিয়েছে ওপর দিয়ে, হাইটেনশনের তারে লেগে মারা গিয়েছেন।'' স্থানীয় সূত্রে খবর, বঙ্গভূমি মিশন নামের ওই বেসরকারি সকুলে শিক্ষক মানোয়ার হোসেন (৬২) জাতীয় পতাকা তোলার লোহার পাইপ সোজা করতে গেলে দুর্ঘটনা ঘটে। জাতীয় পতাকার ধাতব দণ্ড ওপরে থাকা উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের ঠেকে গেলে তড়িদাহত হন তিনি। হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃতের আত্মীয় আরাবুল ইসলাম বলেন, "উনি বঙ্গভূমি মিশনের কর্মকর্তা ছিলেন। স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের জন্য একটা পাইপ ছিল। সেটা সোজা করার জন্য তুলছিল। ওপরে হাইটেনশন লাইন ছিল, খেয়াল করেনি। ওখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।''পুলিশ সূত্রে খবর, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে।
এদিকে কলকাতা মেট্রোর সুড়ঙ্গপথে অজ্ঞাত পরিচয় ব্য়ক্তির রহস্যমৃত্যু। তাও আবার স্বাধীনতা দিবসের রাতে! এই ঘটনায় ফের মেট্রোর নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, রাত ২.১৫ নাগাদ পার্ক স্ট্রিট ও ধর্মতলা মেট্রো স্টেশনের মাঝে সুড়ঙ্গের ভিতর মেট্রোর ট্র্যাকে অজ্ঞাত পরিচয় এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। RPF-এর তরফে OC কন্ট্রোল লালবাজারকে খবর দেওয়া হয়। নিউ মার্কেট থানার পুলিশ সুড়ঙ্গের ভিতর মেট্রোর ট্র্যাক থেকে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে ১০০ মিটার দূরে সুড়ঙ্গে মেট্রোর ট্র্যাকের ওপরে পড়েছিলেন ওই যুবক। মৃতের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০-এর মধ্যে। মৃতের ডান হাতের কব্জিতে পোড়া দাগের ক্ষত রয়েছে। প্রাথমিক অনুমান, মেট্রোর থার্ড লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন ওই যুবক। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। সর্বত্র সিসিটিভির নজরদারি আর নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও কীভাবে ওই যুবক মেট্রোর সুড়ঙ্গে পৌঁছে গেলেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। স্বাধীনতা দিবসের রাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মেট্রো স্টেশনগুলিতে বাড়তি নিরাপত্তা থাকে। সেখানে এমন ঘটল কীভাবে? প্রশ্ন উঠছে নজরদারি নিয়েই। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।