আশাবুল হোসেন, কলকাতা : বৃষ্টি নেই ঠিকই। কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি তীব্র। আর তার জেরে রেড রোডে কুচকাওয়াজের অনুষ্ঠান চলাকালীনই অসুস্থ হয়ে পড়লেন স্কুল পড়ুয়ারা। এদিন অনুষ্ঠানে পারফর্ম করে অনেক স্কুল ছাত্র - ছাত্রী। বিভিন্ন জেলার স্কুল থেকে এসেছিল তারা। রেড রোডে কুচকাওয়াজে অংশ নেয় তারা। কেউ কেউ অংশ নেয় কুচকাওয়াজেও। এরপর তারা দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছিল। এরই মধ্যে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে তারা।
কতজন অসুস্থ হয়ে পড়ে?
এক এক করে অন্তত ৩৯ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। সূত্রের খবর, কুচকাওয়াজ চলাকালীন প্রবল গরমে অসুস্থ হয় পড়ুয়ারা। এরপর তাদের সকলকে নিকটবর্তী SSKM হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে এসে চিকিৎসা করা হয়। এসএসকেএম-এর জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। খতিয়ে দেখতে হাসপাতালে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আছেন পুলিশ সুপার মনোজ ভার্মাও। হালপাতাল সূত্রে খবর, ৩৯ জনকে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য, সকলেইএখন সুস্থ, বিপদমুক্ত। কখনও বৃষ্টি , কখনও রোদ, প্যাচপ্যাচে ঘাম, সঙ্গে চাপা টেনশন থেকে অসুস্থ হয়ে থাকতে পারে ছাত্র - ছাত্রীরা, আশঙ্কা তেমনই ।
কেমন আছে পড়ুয়ারা ? কী জানালেন মুখ্যমন্ত্রী ?
মুখ্যমন্ত্রী জানালেন, 'সকালে ওদের ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। অনেকেরই অনুষ্ঠান না -হওয়া পর্যন্ত একটা টেনশন থাকে। সেই জন্য ওরা ক্ষুধার্ত ছিল। অনেকের ডিহাইড্রেশনের টেনডেন্সি ছিল। এটা কী হয়...একটা সাইকোলজিক্যাল এফেক্ট হয়। একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে দেখলে, আরেকটা বন্ধু অসুস্থ হয়ে যায়। এখন সবাই ঠিক আছে মোটামুটি। আমি সবাইকে আদর করে জল-টল খাইয়ে, মিষ্টি খাইয়ে, ছবি তুলে এসেছি। ' মুখ্যমন্ত্রী জানালেন, চিকিৎসক , নার্সরা সর্বক্ষণ নজর রাখছেন।
মুখ্যমন্ত্রী জানান, বৃষ্টিতে মেয়েদের চুলভিজে যায়। চুল গার্ডার দিয়ে বাঁধা ছিল। তিনি নিজে হাতে খুলে দেন। তারপর মাথায় হাত বুলিয়ে দেন। মুখ্যমন্ত্রী জানান, হাসপাতালে সকলেই লাঞ্চ খেয়েছে । এক ছাত্রী একটু বেশিই অসুস্থ হয়ে পড়ে। সম্ভবত টেনশন থেকেই বিপত্তি। তবে সকলেই এখন স্থিতিশীল জানানো হয়েছে হাসপাতাল সূত্রে।
কয়েকদিন আগে এই অনুষ্ঠানের মহড়া চলাকালীনও অসুস্থ হয়ে পড়েছিল কয়েক জন ছাত্রী। তাদের কয়েক জনকে এসএসকেএমে এবং বাকিদের মেডিক্যাল কলেজে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়।