Kashmir News: পহেলগাঁওকাণ্ডে প্রধানমন্ত্রীর বার্তার পরই রাজস্থানে সামরিক মহড়া ভারতের, কলকাতার বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল
Pahalgam Update: পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান। ভুল করে সীমান্তের ওপারে যেতেই আটক জওয়ান
ABP Ananda Last Updated: 25 Apr 2025 11:43 PM
প্রেক্ষাপট
কলকাতা: প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পরের দিনই প্রত্যাঘাত। এবার অনন্তনাগে বাড়ি উড়ল এক জঙ্গির। পহেলগাঁও সন্ত্রাসে সন্দেহভাজন অভিযুক্ত লস্কর জঙ্গির উড়ল বাড়ি। লস্কর ই তৈবার জঙ্গি আদিল ঠোকর আদিল গুড়ি নামেও পরিচিত।...More
কলকাতা: প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পরের দিনই প্রত্যাঘাত। এবার অনন্তনাগে বাড়ি উড়ল এক জঙ্গির। পহেলগাঁও সন্ত্রাসে সন্দেহভাজন অভিযুক্ত লস্কর জঙ্গির উড়ল বাড়ি। লস্কর ই তৈবার জঙ্গি আদিল ঠোকর আদিল গুড়ি নামেও পরিচিত। ২০১৮ সালে পাকিস্তানে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছিল আদিল, খবর পুলিশ সূত্রে। গত বছর জম্মু-কাশ্মীরে ফিরে আসে , খবর পুলিশ সূত্রে। পহেলগাঁওয়ের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্ত হিসেবে উঠে এসেছে আদিল ঠোকর ওরফে আদিল গুরির নাম।পহেলগাঁও সন্ত্রাসে অভিযুক্ত জঙ্গির বাড়ি উড়ল বিস্ফোরণে। বৈসরন উপত্যকায় পর্যটকদের খুনে যে সব জঙ্গিরা জড়িত তাদের মধ্যে নাম উঠে এসেছে আসিফ শেখের। পুলিশ সূত্রে খবর, পুলওয়ামার ত্রালে বিকট বিস্ফোরণে উড়ে গেছে জঙ্গি আসিফ শেখের বাড়ি। জমমু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, মোংঘামা এলাকায় জঙ্গি আসিফের বাড়ির আশপাশে প্রচুর বিস্ফোরক মজুত করা ছিল। সার্চ অপারেশনের সময় স্পেশাল ফোর্সের লোকজন আসিফ শেখের বাড়ির কাছে সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন। বিপদ আঁচ করে দ্রুত সরে যান তাঁরা। তারপরই নিমেষের মধ্যে বিস্ফোরণে উড়ে যায় জঙ্গি আসিফ শেখের বাড়ি।পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান। ভুল করে সীমান্তের ওপারে যেতেই আটক জওয়ান। পাকিস্তানের হাতে আটক হুগলির বাসিন্দা পিকে সাউ। পাঞ্জাবের ফিরোজপুরে সীমান্ত পেরোতেই আটক। পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান পিকে সাউ। স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক বিএসএফের ডিরেক্টর জেনারেলের। স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের সঙ্গে বৈঠক বিএসএফের DG দলজিৎ চৌধুরীর। জওয়ানকে ফেরাতে পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিং ভারতের, ফোনে জানিয়েছে বিএসএফ, দাবি পরিবারের।পহেলগাঁও-কাণ্ডের পর কাশ্মীরে রাহুল গাঁধী। আহতদের পরিবারের সঙ্গে কথা রাহুল গাঁধী। 'পহেলগাঁওয়ের ঘটনায় তীব্র নিন্দা জানাই। সরকারের সঙ্গে গতকাল বৈঠক হয়েছে। কিছু লোক কাশ্মীরে হামলা চালিয়েছে'।পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে শিয়ালদায় প্রতিবাদ মিছিল বিশ্ব হিন্দু পরিষদের। হাওড়ায় মিছিলের প্রস্তুতি ভিএইচপি-র।পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর অ্যাকশন ভারতের। পাকিস্তানের সমস্ত ভিসা বাতিল করা হবে, সূত্রের খবর। ১৭ ধরণের ভিসা বাতিল করা হবে, সূত্রের খবর। প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, সূত্রের খবর। ভারতের সমস্ত রাজ্যে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের ফেরত পাঠাতে নির্দেশ, সূত্রের খবর।প্রধানমন্ত্রীর বার্তার পর এবার প্রত্যাঘাত ? রাজস্থানে যুদ্ধ-প্রস্তুতি ভারতীয় সেনার। ফের পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক ? জয়পুরে সপ্তশক্তি কামান নিয়ে রাজস্থানের থর মরুভূমিতে পাক বর্ডারের কাছে যুদ্ধ-প্রস্তুতি। প্রতিপক্ষের সীমা অতিক্রম করে কীভাবে স্ট্রাইক করা যায়, তার জন্যই ভারতের এই যুদ্ধ-প্রস্তুতি। এই যুদ্ধ-প্রস্তুতিতে প্যারা-এসএফ কম্যান্ডোর সঙ্গে ট্যাঙ্ক ও স্পেশাল আর্মড ভেহিক্যালসের ব্যবহার করা হয়েছে। শত্রুদের এলাকা কব্জা করতে এই ট্যাঙ্কের ব্যবহার করা হয়, সূত্রের খবর। এরপর প্যারা কম্যান্ডো অপারেশনের পর ফিরে আসে, সূত্রের খবর।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Amarnath Yatra: 'ভোলেবাবার জায়গা, মৃত্যুভয় নেই', পহেলগাঁও হামলার স্মৃতি ভুলে সেই রুটেই অমরনাথ যেতে চান তীর্থযাত্রীরা
পহেলগাঁওয়ে বেছে বেছে পঁচিশ জন হিন্দু পর্যটকদের খুন করেছে জঙ্গিরা। তাতেও তীর্থযাত্রীদের মনোবল ভাঙেনি। আসন্ন অমরনাথ যাত্রায় অংশ নিতে তুঙ্গে উৎসাহ।সূত্রের খবর, জম্মু ও কাশ্মীর ব্য়াঙ্কের বিবাদী বাগ ও মল্লিক বাজার শাখা মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় দেড় হাজার পুণ্য়ার্থী অমরনাথ যাওয়ার পারমিট পেয়েছেন। তীর্থযাত্রীরা বলছেন, 'ওটা হিন্দুদের জায়গা। ভোলেবাবার জায়গা। জীবন মৃত্য়ুর ভয় নেই। আরও যাব।'