Kashmir News: পহেলগাঁওকাণ্ডে প্রধানমন্ত্রীর বার্তার পরই রাজস্থানে সামরিক মহড়া ভারতের, কলকাতার বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল

Pahalgam Update: পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান। ভুল করে সীমান্তের ওপারে যেতেই আটক জওয়ান

ABP Ananda Last Updated: 25 Apr 2025 11:43 PM

প্রেক্ষাপট

কলকাতা: প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পরের দিনই প্রত্যাঘাত। এবার অনন্তনাগে বাড়ি উড়ল এক জঙ্গির। পহেলগাঁও সন্ত্রাসে সন্দেহভাজন অভিযুক্ত লস্কর জঙ্গির উড়ল বাড়ি। লস্কর ই তৈবার জঙ্গি আদিল ঠোকর আদিল গুড়ি নামেও পরিচিত।...More

Amarnath Yatra: 'ভোলেবাবার জায়গা, মৃত্যুভয় নেই', পহেলগাঁও হামলার স্মৃতি ভুলে সেই রুটেই অমরনাথ যেতে চান তীর্থযাত্রীরা

পহেলগাঁওয়ে বেছে বেছে পঁচিশ জন হিন্দু পর্যটকদের খুন করেছে জঙ্গিরা। তাতেও তীর্থযাত্রীদের মনোবল ভাঙেনি। আসন্ন অমরনাথ যাত্রায় অংশ নিতে তুঙ্গে উৎসাহ।সূত্রের খবর, জম্মু ও কাশ্মীর ব্য়াঙ্কের বিবাদী বাগ ও মল্লিক বাজার শাখা মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় দেড় হাজার পুণ্য়ার্থী অমরনাথ যাওয়ার পারমিট পেয়েছেন। তীর্থযাত্রীরা বলছেন, 'ওটা হিন্দুদের জায়গা। ভোলেবাবার জায়গা। জীবন মৃত্য়ুর ভয় নেই। আরও যাব।'