রানা দাস, কালনা: নবদ্বীপ স্টেশনে (Nabadwip Station) ফুট ওভারব্রিজ তৈরির জন্য আজ কাটোয়া (Katwa)-ব্যান্ডেল (Bandel) রুটে ৫ জোড়া স্পেশাল ট্রেন বাতিল করেছে পূর্ব রেল (Eastern Railway)। ট্রেন বন্ধের কথা জানা না থাকায় ভোগান্তির শিকার বহু যাত্রী। 


মালদা (Malda), মুর্শিদাবাদ (Murshidabad) থেকে যাত্রীরা এসেছেন হাওড়া (Howarh) যাওয়ার উদ্দেশে। কাটোয়া থেকে ত্রিবেণী যাওয়ার ট্রেন বন্ধ থাকায় অপেক্ষা ছাড়া গতি নেই যাত্রীদের। অন্যদিকে কালনা স্টেশনেও একই ছবি। সমস্যায় পড়তে হচ্ছে বহু যাত্রীকে। 


পূর্ব রেল আগেই ঘোষণা করেছিল, আজ ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত কাটোয়ার ওপর দিয়ে কোনও ট্রেন যাবে না। দুপুর ৩টের আগে ত্রিবেণী থেকে কোনও ট্রেন কাটোয়ায় ঢুকবে না। রবিবার কাটোয়া-ব্যান্ডেল রুটে প্রথম ট্রেন চলবে দুপুর ১টায়। ত্রিবেণী থেকে কাটোয়া লোকাল ছাড়বে দুপুর ৩টে ১০-এ। সোমবার দুপুর ৩টের পর থেকে কাটোয়া-ব্যান্ডেল লাইনে রেলের পুরনো সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল করবে।                                              


আরও পড়ুন, স্বপ্নের উড়ান! গুগলে প্রায় দেড় কোটি টাকার চাকরি পেলেন কৃষ্ণনগরের দেবর্ষি


সংস্কারের চূড়ান্ত পর্যায়ের কাজের জন্য বন্ধ ব্যান্ডেল জংশন। দ্বিতীয় দিনেও ভোগান্তির শিকার ট্রেনযাত্রীরা। এরই মধ্যে আজ নবদ্বীপ স্টেশনে ফুটব্রিজের কাজের জন্য বাতিল করা হয়েছে ৫ জোড়া স্পেশাল ট্রেন। সংস্কারের কারণে ট্রেন পরিষেবা বন্ধ থাকার প্রভাব পড়েছে ব্যান্ডেল-কাটোয়া শাখাতেও। কাটোয়া থেকে ত্রিবেণী পর্যন্ত ১১ জোড়া স্পেশাল ট্রেন চালু করা হয়েছে ৩ দিনের জন্য। 


পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, "ব্যান্ডেলে এশিয়ার সবচেয়ে বড় ইন্টারলকিংয়ের কাজ চলছে। তার জন্যই সমস্যা। তাও আমরা কম সময় নিয়েছি। শনি, রবিবার রাখা হয়েছে মাঝখানে। এর বেশি স্পেশাল ট্রেন দেওয়া সম্ভব ছিল না। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। ৭২ ঘণ্টার যে সময়সীমা রাখা হয়েছে তার বেশ কিছুটা আগেই কাজ শেষ করে দেওয়ার  চেষ্টা চলছে, যদি না কোনও প্রাকৃতিক দুর্যোগ ঝড়-বৃষ্টি ঘটে।"