নয়াদিল্লি: ফের মাঙ্কিপক্স (monkeypox) সংক্রমিতের (case) খোঁজ মিলল দিল্লিতে (delhi)। এই নিয়ে দেশে সরকারি ভাবে আক্রান্তের (infection) সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। রাজধানীর প্রশাসন সূত্রে খবর, নতুন করে যে আক্রান্তের হদিশ মিলেছে তিনি নাইজেরিয়ার (nigeria) বাসিন্দা। বয়স ৩১ বছর। ভারতে এই প্রথম কোনও মহিলার দেহে মাঙ্কিপক্সের খোঁজ মিলল।
যা জানা গেল...
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, আক্রান্তের হালে কোনও বিদেশ সফরের রেকর্ড নেই। আপাতত জ্বর এবং ত্বকের সমস্যা নিয়ে দিল্লি সরকার পরিচালিত এলএনজেপি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।
কী পরিস্থিতি?
এর আগে দিল্লিতে যে তিনটি ঘটনার হদিশ মিলেছিল, তার মধ্যে এক জন সুস্থ হয়ে গিয়েছেন। তাঁকে হাসপাতাল থেকে ছাড়াও হয়ে গিয়েছে। বাকি দুজনের এখনও চিকিৎসা চলছে। তার মধ্যেই আরও এক জন আক্রান্তের খবর। তবে দিল্লি প্রশাসনের স্বাস্থ্য দফতর জানিয়েছে, মাঙ্কিপক্স সংক্রমণের জন্য পরিস্থিতি যাতে লাগামছাড়া না হয়ে যায় সে জন্য এর মধ্যে তোড়জোড় শুরু করে দেওয়া হয়েছে। আইসোলেশন রুম তৈরি করা হয়েছে। সফদরজঙ্গ হাসপাতাল, আরএলএম হাসপাতাল এবং লেডি হারডিঞ্জ হাসপাতালের আইসোলেশন রুমগুলি কাজ করা শুরু করে দিয়েছে।
মৃত্যু কেরলে...
গত শনিবার কেরলের ত্রিশূরে যে তরুণের মৃত্যু হয়েছিল, তাঁর নমুনায় মাঙ্কিপক্সের সংক্রমণ মিলেছে বলে দিন দুয়েক আগে জানিয়েছেন সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। তার পর থেকে তীব্র আলোড়ন বিশেষজ্ঞ থেকে সাধারণ মানুষ সকলের মধ্যেই। মাঙ্কিপক্সের সংক্রমণেই কি প্রাণ হারিয়েছেন তরুণ নাকি মৃত্যুর অন্য কোনও কারণ ছিল? আলোচনা শুরু হয়ে গিয়েছে সর্বত্র। এমনিতে মাঙ্কিপক্স সংক্রমণে মৃত্যুহার খুব কম। কিন্তু ওই তরুণের মৃত্যু নিয়ে সরকারের তরফে উচ্চপর্যায়ের এনকোয়ারি হবে, জানিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী। গত ২২ জুলাই সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন ত্রিশূর জেলার পায়নুর এলাকার ওই বাসিন্দা। তার দিনচারেক পর, গত ২৬ জুলাই হঠাতই জ্বর আসে তাঁর। ২৭ জুলাই হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার দ্রুত অবনতি হয়েছিল তরুণের। ফলে পর দিন অর্থাৎ ২৮ জুলাই তাঁকে ভেন্টিলেটরে দিতে হয়। দুদিন পরেই মারা যান তিনি।
আরও পড়ুন:রাজ্য পরিবহণে এবার চালু হচ্ছে, ‘ওয়ান স্টেট ওয়ান কার্ড’ পদ্ধতি