সুনীত হালদার, হাওড়া: সরস্বতী পুজোর মুখে মূল্যবৃদ্ধির জের টের পাচ্ছে হাওড়ায় কুমোরপাড়া (Saraswati Idol size)। হাতে মাত্র কটা দিন। তার পরেই বাঙালির বাগদেবীর (Saraswati Puja 2024) আরাধনা। কিন্তু কুমোরপাড়ায় ঢুঁ মারলে দেখা যাবে, গত বছরের নিরিখে বেশিরভাগ প্রতিমা-ই আকারে ছোট। পুজোর মুখেও তাই মন ভালো নেই প্রতিমা শিল্পীদের।


কী ছবি?
ফি বছর সরস্বতী পূজোর আগে নাওয়া খাওয়ার সময় থাকে না হাওড়ার কুমোরপাড়াগুলিতে। নির্দিষ্ট সময়ে বড় বায়নার কাজ শেষ করার পাশাপাশি বেশি করে সরস্বতী প্রতিমা বানানো হতো। সেই প্রতিমা চলে যেত স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, পাড়ার ক্লাব। পৌঁছত গৃহস্থের বাড়িতেও। বেশিরভাগ ক্ষেত্রে প্রতিমার উচ্চতা পাঁচ থেকে আট ফুট পর্যন্ত হত। স্কুল, কলেজ অথবা পাড়ার ক্লাবের ছেলেরা সেই প্রতিমা হই হই করে নিয়ে যেত। কিন্তু এ বছর ছবিটা একটু আলাদা। কুমোরপাড়াগুলির শিল্পীরা শেষ মুহূর্তে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত থাকলেও জানাচ্ছেন, অতীতের চেয়ে এবার বায়নার সংখ্যা অনেক কম। শুধু তাই নয়। যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলি আগে বড় প্রতিমার অর্ডার দিত, তারাও এবারে ছোট প্রতিমার অর্ডার দিয়েছে। আবার দুই থেকে আড়াই ফুটের তৈরি প্রতিমাও থাকছে।

শিল্পীদের বক্তব্য...
এমনই এক শিল্পী মণি পাল। তাঁর অভিজ্ঞতা অনুযায়ী, কোভিড-অতিমারির আগে বড় প্রতিমার বায়না থাকলেও এখন বেশিরভাগ বাড়িতেই নমো নমো করে পূজো সারা হচ্ছে। ক্লাব বা বাড়ির পুজোর বাজেট না বাড়ানোর ফলে তারাও বড় প্রতিমার বদলে ছোট আকারের প্রতিমা তৈরিতে জোর দিয়েছেন। শুধু তাই নয়। আগের চেয়ে প্রতিমার সংখ্যাও অনেক কমে গিয়েছে। মানুষের হাতে নগদের জোগান কমে যাওয়াতে এই সমস্যা, মনে করছেন প্রতিমা-শিল্পীরা।। আর একজন শিল্পী কল্পনা ঘোষ আবার প্রতিমা রং করতে করতে বললেন, 'বায়নার ঠাকুরের চেয়ে কম দামে ছোট রেডিমেড প্রতিমা-ই বেশিরভাগ লোক নিয়ে যাচ্ছেন। তাই আমরাও ছোট ঠাকুর তৈরি করছি। ফলে ব্যবসায় লাভ অনেক কমে গিয়েছে।' সব মিলিয়ে বসন্ত-পঞ্চমীর মুখেও মন ভার শিল্পীদের। 
সারস্বত-আরাধনা নিয়ে বাঙালি বরাবরই আবেগপ্রবণ। পাড়া, ক্লাব, স্কুল তো বটেই, এ পুজো বাঙালির ঘরেরও পুজো। শুধু তাই নয়। অনেকে একে বাঙালির স্বতন্ত্র 'প্রেমদিবস' বলেও মনে করেন। সব মিলিয়ে বসন্ত-পঞ্চমীর তাৎপর্য আলাদা। সেখানে প্রতিমা-শিল্পীদের এই মুখভার ভাবাচ্ছে অনেককে। মূল্যবৃদ্ধির ধাক্কা কবে কাটবে? অপেক্ষায় তাঁরাও।


আরও পড়ুন:শীতের কামব্যাকে ফের পারদ, সরস্বতী পুজোর দিনে কেমন থাকবে আবহাওয়া?