উজ্জ্বল মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই ও ভাস্কর মুখোপাধ্যায়, কলকাতা : দু'হাজার দু'শো কিলোমিটার পথ পেরিয়ে, পঞ্চাশতম দিনে পড়ল DYFI-এর ইনসাফ যাত্রা। এরপর ৭ জানুয়ারি রয়েছে ব্রিগেড সমাবেশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, মিছিল ভরলেও, ভোটবাক্স কি ভরবে ? মীনাক্ষী মুখোপাধ্যায়ের দাবি, বামেদের ওপর ভরসা রাখছে সাধারণ মানুষ। যদিও এ নিয়ে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেনি বিরোধীরা। 


কখনও গ্রাম, গ্রাম পেরিয়ে মফঃস্বল, কখনও রাজপথ। রোদ, ঝড়, জল... মাথায় করে....হাঁটতে হাঁটতে ২ হাজার ২০০ কিলোমিটার পথ পেরোলেন সিপিএমের যুব সংগঠনের নেতা-নেত্রী-কর্মী-সমর্থকরা ! শুক্রবার ৫০-তম দিনে পড়ল DYFI-এর 'ইনসাফ যাত্রা'। ৭ জানুয়ারি ব্রিগেডে তাদের মহা-সমাবেশ। রাজ্য়জোড়া কর্মসূচিতে বিপুল সাড়া দেখে উচ্ছ্বসিত সিপিএম।কিন্তু বছর ঘুরলেই হাইভোল্টেজ লোকসভা নির্বাচনে। তার আগে ফের একবার প্রশ্ন উঠল, মিছিল ভরলেও, ভোটবাক্স ভরবে কি ? ভিড় কি ভোটে পরিণত হবে ? DYFI-এর সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলছেন, "যে কোনও প্রকার লুঠকে আটকে দিন, আমরা রয়েছি রাস্তায়।"

কিন্তু, অতীত বলছে, সিপিএমের কর্মসূচিতে লোক হলেও, তা ভোটে পরিণত হচ্ছে না ! ২০১১-র পর থেকেই রক্তক্ষরণ অব্যাহত বামেদের ! ২০১৪ সালের লোকসভা ভোটে বাংলায় মাত্র দুটি আসনে জয়ী হয়েছিল সিপিএম। ২০১৬-র বিধানসভা নির্বাচনে সিপিএম-কংগ্রেস জোট করে লড়লেও, ৭৭-এই থেমে যেতে হয় তাদের ! ২০১৯-এর লোকসভায় রাজ্য় থেকে শূন্য় হয়ে যায় সিপিএম। স্বাধীনতার পর থেকে প্রথমবার, ২০২১-এর বিধানসভা নির্বাচনেও শূন্য হয়ে যায় তারা ! এবার কি মীনাক্ষী মুখোপাধ্য়ায়দের হাত ধরে ঘুরে দাঁড়াতে পারবে সিপিএম ? একদা বৃদ্ধতন্ত্রে জর্জরিত দল কি এবার যৌবনের ডাক নিয়ে রাস্তায় নেমে পারবে ভোটের বাক্সে পুরনো ভেল্কি দেখাতে ?


এপ্রসঙ্গে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, "প্রথমে সিপিএমকে যেটা করতে হবে, যেটা খুব সহজে তারা ভুলে যাচ্ছে কিংবা অস্বীকার করেছে আজ অবধি, ২০১১-এর আগে যতগুলি রাজনৈতিক খুন আপনাদের নেতৃত্বে হয়েছে, যত রাজনৈতিক রাহাজানি হয়েছে, যতগুলি খুন করিয়েছে, সেই সমস্ত খুনের পেছনে তো খুনি আছে। সেটার জন্য কি কোনও অনুতাপ হয়েছে ? মানুষের কাছে কোনও দিন বলেছেন, আমরা লজ্জিত। মানুষকে কোনও দিন বলেছেন, আমাদের ক্ষমতা করে দিন। আগে ওই ইনসাফটা করুন, তারপরে ইনসাফ যাত্রার কথা হবে।"


এখন দেখার, সিপিএমের যুব সংগঠনের 'ইনসাফ যাত্রা' ভোটের বাক্সে তাদের 'ইনসাফ' দিতে পারে কি না !