কলকাতা : আজ আন্তর্জাতিক নারী দিবস। লিঙ্গ বৈষম্য দূর করে কাজের ক্ষেত্রে সমানাধিকার ও ভোটাধিকারের দাবিতে পশ্চিমি দুনিয়ায় যে আন্দোলন শুরু হয়েছিল, সেখানেই নিহিত নারীদিবস উদযাপনের শিকড়। বিশেষ এই দিন আজ আরও পাঁচটা উৎসবের মতোই শুভেচ্ছা বিনিময়, কার্ড আদান-প্রদানের দিন। নারীশক্তির জন্য নিবেদিত বিশেষ এই দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটারে লেখেন, '' বিশ্বের সকল মহিলাকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আপনারা আমাদের গর্বিত করেছেন। আপনাদের অবদান ছাড়া সমাজের অগ্রগতি সম্ভব হত না। তিনি আরও লিখেছেন, আমাদের রাজ্য নারীর ক্ষমতায়ন ও মহিলারা যাতে সমাজে অবদান রাখতে পারেন, তার উপযুক্ত পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর। ''
অন্যদিকে, আন্তর্জাতিক নারী দিবসে সাইকেল মিছিল করলেন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার। ত্রিধারা সম্মিলনী থেকে শুরু হয়ে গড়িয়াহাট পর্যন্ত মিছিল হয়। সাইকেল মিছিলে অংশ নেন দেবাশিস কুমারের মেয়ে দেবলিনা কুমারও। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের বার্তা দিয়ে এই মিছিল হয়।
আন্তজার্তিক নারী দিবসে দেশের মহিলাদের ট্যুইটারে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি ট্যুইটে লেখেন, ' নারী শক্তির বিভিন্ন ক্ষেত্রে অবদানকে কুর্নিশ করি। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, তাঁদের সম্মান ও সুযোগ বৃদ্ধির দিকে বাড়তি নজর রয়েছে কেন্দ্রীয় সরকারের। '