রঞ্জিত সাউ, কলকাতা: আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day 2024) পালন করলেন প্রাক্তন  রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।  বিজেপি কর্মী সমর্থক এবং প্রাতঃভ্রমণকারীদের নিয়ে ইকো পার্কে যোগাসন করলেন তিনি। 


আজ দশম আন্তর্জাতিক যোগ দিবস


রাজভবনেও পালিত হল যোগ দিবস। যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে ভারত বিশ্বগুরু হবে বলে মন্তব্য় করলেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। ভারত আন্তর্জাতিক সংসকৃতির রাজধানী হবে বলেও আশা প্রকাশ করলেন তিনি। প্রতি বছরই একুশ জুন  পালিত হয় বিশ্ব যোগ দিবস। ২০১৪ সালে রাষ্ট্রপুঞ্জের এই ঘোষণা। বর্তমানে চূড়ান্ত কর্মব্যস্ততার যুগে শরীরকে সুস্থ রাখার জন্য যোগাভ্যাসের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আর এই বছর যোগ দিবস ১৮০ টি দেশে পালিত হচ্ছে। 


যোগ দিবসে বার্তা দিলেন প্রধানমন্ত্রী


আজ দশম আন্তর্জাতিক যোগ দিবস। ২০১৫ সাল থেকে পালিত হচ্ছে এই দিনটি। প্রত্য়েক বছর যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৫ সালে দিল্লিতে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ২০১৬ সালে চণ্ডীগড়ে যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। ২০১৭ সালে লখনউতে যোগ দিবস পালন করেন মোদি। ২০১৮ সালে দেরাদুনে যোগ দিবসের অনুষ্ঠান যোগ দেন প্রধানমন্ত্রী। ২০১৯ সালে রাঁচিতে যোগাসন করেন তিনি। করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে যোগ দিবসে ভার্চুয়ালি বার্তা দেন প্রধানমন্ত্রী। ২০২২ সালে মহীশূরে যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। গত বছর নিউ ইয়র্কে যোগ দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন মোদি। এবছর শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে থেকে যোগ দিবসে বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি। 


আরও পড়ুন, বাংলার ৯ জেলায় কমল পেট্রোলের দর, আজ কলকাতায় জ্বালানির দর কত ?


আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল সারা দেশ-সহ রাজ্যে


আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল বিশ্বভারতীতে। শুক্রবার সকাল সাতটায় উপাসনা গৃহের উল্টোদিকে পুরনো মেলার মাঠে যোগ ব্যায়াম করেন বিশ্বভারতীর বিভিন্ন বিভাগের অধ্যক্ষ, ভারপ্রাপ্ত উপাচার্য  কর্মসচিব সহ অন্যান্যরা। মূলত বিশ্বভারতীর শরীরশিক্ষা বিভাগ, যোগ ও বিজ্ঞান বিভাগে এই  যোগব্যায়াম অনুষ্ঠান হয়।প্রতি বছরের মত এবারেও দশম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হল বেলুড় মঠের বিদ্যামন্দির ময়দানে। রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের সহযোগিতায় এন সি সি ইউনিট এর পক্ষ থেকে আজ সকালে এই দিনটি উদযাপন করা হয়। বিদ্যামন্দিরের ছাত্ররা সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা এই অনুষ্ঠানে যোগ দেয়। লালবাবা কলেজ, এম সি বিদ্যাপীঠ, ডন বসকো স্কুল, অগ্রসেন বিদ্যালয়ে সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা বিদ্যামন্দির মাঠে আয়োজিত যোগব্যায়াম প্রদর্শন করে ।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।