কলকাতা: ৬ ঘণ্টা পার, রেশন বণ্টন দুর্নীতি মামলায় মন্ত্রী-ঘনিষ্ঠ ব্যবসায়ীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। মন্ত্রী-ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে সিজিও কমপ্লেক্সে নিয়ে জিজ্ঞাসাবাদ ইডির (Enforcement Directorate)। সূত্রের খবর, কোন কোন প্রভাবশালীর সঙ্গে ঘনিষ্ঠতা, বাকিবুরের থেকে জানতে চাইছে ইডি। টানা তিনদিন ধরে বাড়িতে তল্লাশির পর সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে বাকিবুরকে জিজ্ঞাসাবাদ ইডির। সূত্রের আরও দাবি, বাড়িতে জিজ্ঞাসাবাদের সময় বিভ্রান্ত করার চেষ্টা করেন বাকিবুর,  তিনদিনের তল্লাশিতে উদ্ধার প্রচুর গুরুত্বপূর্ণ নথি। 


শুভেন্দুর অভিযোগ: এ প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। এ দিন তিনি বলেন, 'চালকলের মালিক বাকিবুর রহমানকে তুলে নিয়ে গেছে। যাঁর টাকা রাজ্যের খাদ্যমন্ত্রীর কাছে যেত, পরে তাঁর মাধ্যমে পৌঁছত ভাইপোর কাছে'। তল্লাশি শেষ,জিজ্ঞাসাবাদ শুরু! রেশনকাণ্ডে ৩ দিন ৫৫ ঘণ্টা ধরে টানা তল্লাশি ও জিজ্ঞাসাবাদ নথি বাজেয়াপ্ত থেকে মোবাইল উদ্ধার। অবশেষে রেশন দুর্নীতি নিয়ে ইডির ম্যারাথন তল্লাশির কার্যত ক্লাইম্যাক্স দেখা গেল! বুধবার ভোর ছটা নাগাদ যে অভিযান শুরু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেটা শেষ হল শুক্রবার বেলা ১২টায় এসে! ইডি সূত্রে দাবি, এ দিন সকালে সমন জারি করে কেন্দ্রীয় সংস্থার গাড়িতে করেই ব্যবসায়ী বাকিবুর রহমানকে নিয়ে যাওয়া হয় সল্টলেকের CGO কমপ্লেক্সে।         


বহু জায়গায় রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগ: রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, বহু জায়গায় রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগ ওঠে। বছরখানেক আগে তা নিয়ে FIR দায়ের করে ইডি। সেই মামলায় বুধবার সকালে কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা ও নদিয়ার মোট ১২টি জায়গায় হানা দেয় ED। যার অন্যতম ছিল কৈখালিতে মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের অভিজাত আবাসনের ফ্ল্যাট! পাশাপাশি বাগুইআটির দশদ্রোণ এলাকায় বাকিবুরের শ্যালক অভিষেক দাসের ঠিকানাতেও হানা দেয় ED।


ইডি সূত্রে খবর, দুটি জায়গা থেকেই প্রচুর পরিমাণে নথি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এমনকি, লুকিয়ে রাখা কয়েকটি মোবাইলও উদ্ধার করেছেন অফিসাররা। বাকিবুরের শ্যালককে জিজ্ঞাসাবাদ করেও গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে বলে দাবি ইডি সূত্রে। ইডি সূত্রে দাবি, সমন জারি করে চলে এলে, বাকিবুর নাও আসতে পারেন। এমন আশঙ্কা থেকেই এদিন সমন জারি করে ইডির গাড়িতে বসিয়েই ব্যবসায়ীকে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে।