সৌভিক মজুমদার, কলকাতা : ED-তল্লাশিতে তুলকালামের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ED। দায়ের করা হল জোড়া পিটিশন । একটি পিটিশন দাখিল করা হয়েছে ED-র তরফে। অন্য পিটিশন দাখিল করেছেন ED-র ৩ অফিসার। তাঁদের নাম, নিশান্ত কুমার, বিক্রম এহেলাওয়াত এবং প্রশান্ত চান্ডিলা । এই মামলায় পার্টি করা হয়েছে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও পার্টি করা হয়েছে DGP, কলকাতার CP ও IPS প্রিয়ব্রত রায়কে।

Continues below advertisement

আবেদনে ইডি জানিয়েছে, তল্লাশিতে অন্যায়ভাবে বাধা দেওয়া হয়েছে। ৩ ED অফিসারের অভিযোগ, মুখ্যমন্ত্রী-সহ প্রশাসনের শীর্ষ স্তর থেকে বাধা দেওয়া হয়েছে তল্লাশিতে। ইডি আগেই আবেদন করে, CBI, FIR করে, গোটা ঘটনার করার  আবেদন জানিয়েছেন। মমতা বন্দ্য়োপাধ্য়ায়, পুলিশ আধিকারিক-সহ যারা ঘটনার সময় ছিলেন, তাঁদের ভূমিকাও খতিয়ে দেখার আবেদন করেছে ED।  

ইতিমধ্যেই অজ্ঞাতপরিচয় ED আধিকারিক ও CRPF-এর বিরুদ্ধে, শেক্সপিয়র সরণি থানা ও বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় ৩টি FIR দায়ের করা হয়েছে। শেক্সপিয়র সরণি থানার দু'টি FIR-এর মধ্যে একটি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে, অন্যটি পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে, বিধাননগর কমিশনারেটের অন্তর্গত ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানাতেও ১টি FIR দায়ের হয়। অন্যদিকে হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও গেছে ED । ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য সরকারও, যাতে এই মামলায় কোনও নির্দেশ দেওয়ার আগে রাজ্যের বক্তব্য শোনে সুপ্রিম কোর্ট।এখন দেখার ইডির পিটিশনে কী পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট। এদিকে, ইডি এবং তৃণমূল দু'পক্ষ হাইকোর্টে মামলা করেছে। জোড়া মামলার শুনানি রয়েছে ১৪ জানুয়ারি।  

Continues below advertisement

প্রতীক জৈনের আবাসনে পুলিশ                     

এদিকে আবার প্রতীক জৈনের আবাসনের বাসিন্দাদের তলব করেছে পুলিশ। প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের প্রতিবেশীদেরও তলব করেছে পুলিশ। ৮ জানুয়ারি আইপ্য়াক কর্ণধারের বাড়ি ও অফিসে ED-র তল্লাশিতে তুলকালামের ঘটনায় ইতিমধ্যেই কেয়ারটেকার, নিরাপত্তারক্ষী সহ ৩ জনকে তলব করে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। প্রতীক জৈনের বাড়ির সিকিউরিটি রেজিস্টার বাজেয়াপ্ত করে পুলিশ। 'অভিযানের দিন রেজিস্টার বুকে ED আধিকারিকেরা কি নাম লিখিয়েছিলেন?' খতিয়ে দেখতে রেজিস্টার বুক বাজেয়াপ্ত করে শেক্সপিয়র সরণি থানার পুলিশ।