পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : ধর্মতলাকাণ্ডে হেয়ার স্ট্রিট, নিউ মার্কেট থানার মামলায় ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ অন্যান্যদের জেল হেফাজত শেষে আজ ফের ব্যাঙ্কশাল আদালতে (Banksal Court) তোলা হবে। সূত্রের খবর, নৌশাদ সিদ্দিকিকে (Nawsad Siddique) এবার নিউ মার্কেট থানার মামলায় হেফাজতে চাইবে পুলিশ।


হেয়ার স্ট্রিট ও কলকাতা লেদার কমপ্লেক্স থানার ২টি মামলায় জেল হেফাজতে রয়েছেন আইএসএফ বিধায়ক (ISF MLA) নৌশাদ সিদ্দিকি। পুলিশ (Police) সূত্রে দাবি, তাঁর বিরুদ্ধে তথ্য প্রমাণ পেশ করে আজ ফের হেফাজতে চাওয়া হবে। আইএসএফ বিধায়কের বন্দি-দশাই কি বাড়বে নাকি শেষমেশ মুক্তি পাবেন তিনি, সেদিকেই তাকিয়ে সবমহল। 


২১ জানুয়ারি থেকে জেলে নৌশাদ


২১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে ভাঙড়ে তৃণমূলের (TMC) সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ISF নেতা-কর্মীরা। যার আঁচ এসে পড়ে কলকাতায়। ISF ও পুলিশের খণ্ডযুদ্ধে, অগ্নিগর্ভ হয়ে ওঠে ধর্মতলা। গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ আরও অনেক ISF নেতা কর্মীকে। বর্তমানে জেল হেফাজতে আছেন নৌশাদ। 


মুক্তির দাবিতে মিছিল বামফ্রন্টের


২১-এর বিধানসভা ভোটে জোটবদ্ধভাবে লড়েছিল দুই দল। এবার ISF-এর একমাত্র বিধায়ক নৌশাদ সিদ্দিকির মুক্তির দাবিতে পথে নামল বামেরা। তৃণমূল ও বিজেপি (BJP) ছাড়া, বিরোধী দলের একমাত্র বিধায়কের মুক্তির দাবিতে, মঙ্গলবার কলকাতায় মিছিল করল বামফ্রন্ট। বাম শরিক, ISF-সহ ১৮টি দলের মিছিল শুরু হয় মৌলালির রামলীলা পার্ক থেকে। একদিকে যখন কলকাতায় মিছিল করল বাম ও ISF, অন্যদিকে তখন ভাঙড়ে পাল্টা সভা করে তৃণমূল। ২১ জানুয়ারির অশান্তির ঘটনার পর থেকেই, ভাঙড়ে জারি রয়েছে ১৪৪ ধারা। এদিন কলকাতায় মিছিল শুরুর আগে ভাঙড়ে সকাল থেকে নাকা তল্লাশি করে পুলিশ। 


মোবাইলে মিলেছে একাধিক তথ্য


আইএসএফ (ISF) বিধায়ক নৌশাদ সিদ্দিকির মোবাইল ফোনে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য। বিধানসভা ভোটের আগে থেকেই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে মিলেছে একাধিক চ্যাট। কোটি কোটি টাকা জমাও পড়েছে অ্যাকাউন্টে। এমনই চাঞ্চল্যকর দাবি করেছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, পুলিশের দাবি, ওই রাজনৈতিক ব্যক্তিত্বই নৌশাদকে (Nawsad Siddique) পরামর্শ দিতেন কীভাবে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে হবে। তার জেরে কোন কোন পুলিশ কর্তাকে সরানো হবে, তা নিয়েও চলত আলোচনা। ইতিমধ্যেই ভাঙড়ের আইএসএফ (ISF) বিধায়কের দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। আদালতের অনুমতি পাওয়ায় ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Vineet Goyal)। 


আরও পড়ুন-- রাজ্যের সব সংশোধনাগারে জ্যামার ও ফুল বডি স্ক্যানার বসানোর নির্দেশ আদালতের