রঞ্জিত সাউ, ভাঙড়: ISF-তৃণমূলের (Trinamool) সংঘর্ষে উত্তপ্ত ভাঙড় (Bhangar Clash)। দফায় দফায় সংঘর্ষ। মারপিট। বোমাবাজির অভিযোগ উঠল শাসক-বিরোধী দুই দলের বিরুদ্ধে। সূত্রের খবর, আইএসএফ-এর (ISF) পতাকা লাগানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্য়ে অশান্তির সূত্রপাত।


দফায় দফায় সংঘর্ষ: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের তুলকালাম ভাঙড়ে। ISF ও তৃণমূলের সংঘর্ষে রণক্ষেত্র গোটা এলাকা। পুলিশের সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়ল দু-পক্ষ। পুলিশের সামনেই চলল দেদার ইটবৃষ্টি। উঠল বোমাবাজির অভিযোগও। আইএসএফের (ISF) প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্য়ে, আজ ভাঙড়ের (Bhangar) হাতিশালায় পতাকা লাগাচ্ছিলেন আইএসএফ কর্মীরা। অভিযোগ, তখনই তাদের লক্ষ্য় করে বোমাবাজি করে তৃণমূল। শুরু হয় ইটবৃষ্টি। দুপক্ষের মধ্যে ব্য়াপক মারামারি বেধে যায়। তৃণমূলের পাল্টা অভিযোগ, তাদের পার্টি অফিস পুড়িয়ে দিয়েছে আইএসএফ। ঘটনা ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। জখম হন দুই পক্ষের বেশ কয়েকজন। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ।


পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে ফের তুলকালাম। আর তার আঁচে এসে পড়ল শহরের প্রাণকেন্দ্র ধর্মতলাতেও। শনিবার সকালে তৃণমূল-ISF সংঘর্ষ, ইটবৃষ্টি, বোমাবাজিতে অগ্নিগর্ভ হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। আর বিকেলে পুলিশ-ISF'এর খণ্ডযুদ্ধে ধুন্ধুমার কাণ্ড ঘটল ধর্মতলায়। শনিবার দিনটা যে অশান্ত হতে চলেছে, সেটা বোঝা গেছিল সকাল থেকেই। এদিন ছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF-এর প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে পতাকা লাগানো নিয়ে ভাঙড়ে অশান্তির সূত্রপাত। ISF- এর অভিযোগ, ভাঙড়ের হাতিশালা মোড়ে পতাকা লাগাতে বাধা দেয় তৃণমূল কর্মী-সমর্থকরা। স্থানীয় তৃণমূল নেতা জুলফিকার মোল্লার নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ।


তৃণমূলের পাল্টা অভিযোগ, পতাকা লাগানোর সময়, তাঁদের কর্মী সমর্থকদের গালিগালাজ ও মারধর করেন ISF'এর সদস্য়রা। ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় তৃণমূলের পার্টি অফিসে। পুলিশের সামনেই তৃণমূল এবং ISF-এর তুমুল সংঘর্ষ বেধে যায়।শুরু হয় বোমাবাজি,ওঠে গুলি চালানোর অভিযোগও।দুপক্ষেরই বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয় বলে অভিযোগ। এরমধ্যেই ISF কর্মীরা একের পর এক গাড়িতে, কলকাতায় প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে রওনা দিতে থাকেন। তখনও ফের ISF-এর গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির গাড়ি।


আরও পড়ুন: Recruitment Scam: প্রতারণা করার জন্য ফেক ওয়েবসাইটও তৈরি করেছিলেন কুন্তল ঘোষ!