ইসলামপুর: জমি বিবাদের জেরে ইসলামপুরে চলল গুলি বলে অভিযোগ। ইসলামপুরের মাটিকুন্ডায় স্থানীয় নূর আলমের সঙ্গে প্রথমে জমি নিয়ে নিয়ে গন্ডগোল চলে মহম্মদ জাহিদ আলমের। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

Continues below advertisement

আরও পড়ুন, যুবভারতীতে বিশৃঙ্খলাকাণ্ডে গতকাল গ্রেফতার, আজ আদালতে তোলা হবে মেসি-শোয়ের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে

Continues below advertisement

জাহিদ আলমের বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে। বোমাবাজির অভিযোগও উঠেছে।যখন এই ঘটনা ঘটেে, তখ বাড়িতে ছিলেন জাহিদের মেয়ে।তাকে লক্ষ্য করেই গুলি করার অভিযোগ ওঠে নূর আলমের অনুগামীদের বিরুদ্ধে। শেষ অবধি পাওয়া খবরে, ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়ি ভাঙচুর চালায়। গুলি চালানোর ঘটনায় পুলিশের জালে ৪।

সম্প্রতি শহর কলকাতায় চলেছিল গুলি! আহত তরুণকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। ঘটনাস্থলে উদ্ধার হয়েছিল গুলির খোল। বন্ধুর কাছে 9 MM পিস্তল দেখতে গিয়ে দুর্ঘটনা বলে বয়ান বদলে জানিয়েছিলেন গুলিবিদ্ধ যুবক।  কোথা থেকে আসছে এত অস্ত্র? উঠছে প্রশ্ন। যত কাণ্ড যেনও কসবাতেই! ফের চলল গুলি, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল তরুণ। গুলিবিদ্ধ যুবকের নাম অভিজিৎ নাইয়া (১৮)। বাঁ হাতের তালু ফুঁড়ে বেরিয়ে গিয়েছিল গুলি। ভর্তি করা হয়েছিল রুবি জেনারেল হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছিল বোসপুকুরের প্রান্তিক পল্লি এলাকায়। কিন্তু ঠিক কীভাবে গুলিবিদ্ধ হয়েছিলেন তরুণ? শ্যুটআউট নাকি অন্য কোনও ঘটনা? আহত যুবকের ২ রকম বয়ান ঘিরে দাঁনা বেঁধেছিল রহস্য। পুলিশ সূত্রে খবর, আহত প্রথমে দাবি করেছিলেন,   রাত ১১টা নাগাদ মোটরবাইকে করে তাঁর বাড়ির কাছে এসেছিলেন ২ ব্যক্তি । ২ জনই মাস্ক এবং হেলমেট পরে ছিল।বন্দুক দেখিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি যেন তাঁদের গোষ্ঠীর সঙ্গে বচসায় না জড়ান। তরুণ বন্দুকটি কেড়ে নেওয়ার চেষ্টা করলে তাঁর গুলি লেগেছিল। তারপরে পালিয়ে গিয়েছিল ২ অভিযুক্ত।  যদিও এই মামলায় কসবা থানার পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছিল, আসল ঘটনা তা নয়। গুলি চলেছিল একটি পরিত্যক্ত জায়গায়। সেখান থেকে কার্তুজের খোলও উদ্ধার হয়েছিল। খাবারের প্যাকেট, থালা, মদের বোতল পড়ে থাকতে দেখা গিয়েছিল ঘটনাস্থলে। এরপরই জিজ্ঞাসাবাদে বয়ান বদলে ফেলেছিলেন গুলিবিদ্ধ যুবক। জানান, তাঁর ২ বন্ধুর কাছে 9MM পিস্তল ছিল। সেটি দেখার সময় গুলি বেরিয়ে গিয়েছিল। তাই আহত হয়েছিলেন যুবক।