সত্যজিৎ বৈদ্য, কলকাতা:  খাস কলকাতায় এটিএম জালিয়াতির অভিযোগ। তাও আবার দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়। গতকাল রাত সাড়ে ৮ টা নাগাদ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যাদবপুর স্টেডিয়াম ব্রাঞ্চের পাশে এটিএমে টাকা তুলতে যান কয়েকজন গ্রাহক। মেশিনে এটিএম কার্ড ইনসার্ট করার পর পাসওয়ার্ড দিয়ে নিয়ম মেনেই টাকা তুলতে গেছিলেন তাঁরা।                                         


গ্রাহকদের অভিযোগ, অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হলেও এটিএম মেশিন থেকে কোনও ক্যাশ বেরোয়নি। উল্টে টাকা তোলার জন্য বারবার চেষ্টা করতে গিয়ে এক মহিলার প্রায় এক লক্ষ, আর এক ব্যক্তির পঁচিশ হাজার টাকা খোয়া গেছে। ওই গ্রাহকদের তরফে সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।                                            


ই-রিকশ কেনার জন্য লোন নিয়েছিলেন বাইপাস লাগোয়া সিংহবাড়ির বাসিন্দা বলাই সর্দার। সেই লোনের টাকা তুলতে গিয়ে টাকা খোয়াতে হয়েছে তাঁকে। অভিযোগ এটিএমে কোনও নিরাপত্তারক্ষী ছিল না। গ্রাহকদের আশঙ্কা, জালিয়াতরা এটিএম মেশিনে কোনও কারচুপি করে রেখেছিল। নগদ টাকা জমা হয়েছে এটিএম মেশিনেরই অন্য কোনও জায়গায়। সেখান থেকে তা লুঠ করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। তাঁদের দাবি, এটিএম কার্ড আনলক করার জন্য, হেল্পলাইন থেকে বলা হয়, পিন নম্বর দিয়ে ক্যানসেল বাটন প্রেস করার জন্য। অভিযোগ, সেই পদ্ধতি মেনে এগনোর পরই ধাপে ধাপে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় মোটা অঙ্কের টাকা। SBI-এর ব্যাঙ্ক লাগোয়া এটিএমে দুই গ্রাহকের দেড় লক্ষ টাকার বেশি জালিয়াতির অভিযোগ উঠেছে। সার্ভে পার্ক থানায় দায়ের হয়েছে অভিযোগ। অভিযোগ, এটিএমে কোনও নিরাপত্তারক্ষী থাকে না। 


আরও পড়ুন, রেল লাইনে আটকে গেল গাড়ি, দুমরে মুচরে দিল ট্রেন! ভয়ঙ্কর ঘটনায় আতঙ্কে ড্রাইভার!



কালিকাপুরের বাসিন্দা বলেন, আমার মেয়ে রবিবার টাকা তুলতে গিয়েছিল। কার্ড আটকে যায়। হেল্পলাইন নম্বর বলে পিন দিতে। তা তো বলার কথা নয়। পরে ফোন করলে ওই হেল্প লাইন নম্বর সুইচড অফ বলা হয়। একেবারে ব্যাঙ্কের পাশে এটিএমে এই কাণ্ড হলে কী করব!এটিএমের ঠিক উল্টোদিকে একটি অনুষ্ঠানভবনের বাইরে লাইটপোস্টে সিসিটিভি ক্যামেরা আছে। সেটা থেকে যদি কোনও তথ্য জানা যায়।                                                              



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে