নয়া দিল্লি: এ যেন দ্বিতীয় জীবন! কয়েক সেকেন্ডের এদিক ওদিক হলেই সব শেষ হয়ে যেত। এখনও সেই ভাবনা থেকেই বেরতে পারছেন না চালক। যেভাবে ট্রেনের ধাক্কায় তাঁর গাড়িটি চূর্ণবিচূর্ণ হয়ে গেল, সেখানে তাঁর বাঁচার কথাই নয়।
মঙ্গলবার বিকেলে এই ঘটনাটি ঘটে। সেই ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, লেভেল ক্রসিং পেরিয়ে যাওয়ার পর হঠাৎ রেল লাইনে উঠে আটকে যায় একটি দামি এসইউভি গাড়ি। অনেক চেষ্টা করে ট্র্যাক থেকে এগিয়ে বা পিছিয়ে নিয়ে যাওয়া যাচ্ছিল না গাড়িটিকে। ততক্ষণে ট্রেনের হুইসেলও শোনা যাচ্ছিল। ক্রসিং গেটও নিয়মমাফিক অটোমেটিক পড়ে যায়। এমতাবস্থায় শেষ চেষ্টা করে চলেছিলেন ড্রাইভার।
কিন্তু অবস্থা বেগতিক হয়ে যাচ্ছিল। যখন বুঝলেন আর কিছু করার নেই তখন প্রাণ বাঁচাতে দরজা খুলে বাইরে ঝাঁপ দেন তিনি। আর কয়েক সেকেন্ড এদিক ওদিক হলেই শেষ হয়ে যেতে পারতেন ওই চালক।
আরও পড়ুন, সারাজীবন ফুচকা 'ফ্রি' একবার টাকা দিলেই! বিক্রেতার ভাইরাল অফারে থিকথিকে ভিড় দোকানে!
এই ভিডিওটি সোশালে মুহূর্তে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় প্রবল গতিতে আসা ট্রেনটি প্রথমে এসইউভিতে ধাক্কা মারে, সামনের বাম্পারটি ভেঙে চুরমার হয়ে ছিটকে যায়। ধাক্কা খেয়ে গাড়িটি রাস্তার ওপারে ঘুরতে থাকে। গাড়ির সব পার্টস এদিক ওদিকে ছড়িয়ে পড়ে। এরপর গাড়িটি ক্রসিং পোস্টে ধাক্কা খায়, ভেঙে যায় ক্রসিং গেটটিও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে