কলকাতা: যাদবপুরকাণ্ড আত্মহত্যা, দুর্ঘটনা নাকি খুন? এই তিন প্রশ্নের জট কাটাতে ফরেন্সিক সায়েন্সের বিশেষজ্ঞদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে গেল পুলিশ। মৃত ছাত্রের সম ওজন ও সম উচ্চতার ডামি সাজিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে। মেন হস্টেলের তিনতলার বারান্দা থেকে মৃত পড়ুয়ার ডামি ফেলে দেখা হচ্ছে,  কতটা দূরত্বে গিয়ে পড়ছে। সেই দূরত্ব মেপেই বোঝার চেষ্টা করা হচ্ছে, ৯ অগাস্টের ঘটনা আত্মহত্যা, দুর্ঘটনা নাকি খুন। 


 কীভাবে মৃত্যু হল ওই ছাত্রের? ৯ অগাস্ট রাতে কী ঘটেছিল যাদবপুরের মেন হস্টেলে? কীভাবে মৃত্যু হল ওই ছাত্রের? এর আগে গত ১৮ অগাস্ট অভিযুক্ত প্রাক্তনী, সপ্তক কামিল্যাকে মেন হস্টেলে নিয়ে গিয়ে সেই ঘটনার পুনর্নির্মাণ করেন তদন্তকারীরা। পুলিশ সূত্রের খবর, যাদবপুরকাণ্ডে ধৃতদের মধ্যে কয়েকজনের বয়ানে অসঙ্গতি রয়েছে। সে কারণে পৃথক পৃথকভাবে ধৃতদের দিয়ে ঘটনা পুনর্নির্মাণের কথা ভেবেছে পুলিশ।


এদিকে র‍্যাগিং-রূপী রাহুর গ্রাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়! মেন হস্টেলের ৩ তলার বারান্দা থেকে পড়ে মেধাবীর মৃত্যুর পরে অনেকের মুখেই শোনা যাচ্ছে একথা। তবে মূল প্রশ্ন, ৯ অগাস্ট রাতে ঠিক কী ঘটেছিল যাদবপুরের মেন হস্টেলে? যাঁদের পুলিশ গ্রেফতার করেছে, কী ছিল তাঁদের ভূমিকা? পাজল গেমের মতো ঘটনাক্রম সাজাতে পুনর্নির্মাণের প্রক্রিয়া শুরু করল পুলিশ।


পুলিশ সূত্রের খবর, ৯ অগাস্ট রাতে মেন হস্টেলে ঘটনাক্রম নিয়ে প্রত্যেকের বয়ানে অসঙ্গতি পাওয়া গেছে। তাই ওইদিন রাতে ঠিক কী ঘটেছিল - সূত্রের খবর, সেই তথ্য যাচাই করতে, অভিযুক্তদের প্রত্যেককে পৃথক পৃথকভাবে মেন হস্টেলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে চায় পুলিশ। শুক্রবার যার শুরুটা হয়েছিল ধৃত প্রাক্তনী সপ্তক কামিল্যাকে দিয়ে।


যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা গেছে, মেন হস্টেলের A2 ব্লকে ১৮০ জনের থাকার ব্য়বস্থা রয়েছে। মোট ৫৮টি রুম আছে সেখানে। এর মধ্যে ৬৮ নম্বর ঘরে থাকতেন ওই ছাত্র। পুলিশ সূত্রে খবর, সৌরভ চৌধুরীর কথাতেই প্রথম বর্ষের ওই ছাত্রকে, আরেক ধৃত মনোতোষ ঘোষের সঙ্গে ওই ঘরে রাখা হয়। এদিন সপ্তককে নিয়ে যাওয়া হয়, হস্টেলের A2 ব্লকের সেই ৬৮ নম্বর ঘরে। এরপর যে ঘরে ছাত্র নিগ্রহের অভিযোগ উঠেছে, সেই ১০৪ নম্বর ঘরে সপ্তককে নিয়ে যান তদন্তকারীরা। এছাড়াও, ইন্ট্রোর জন্য ওই ছাত্রকে হস্টেলের কোন কোন ঘরে নিয়ে যাওয়া হয়েছিল, এই সমস্ত কিছু জানতে হস্টেলের ৩ ও ৪ তলায় সপ্তককে নিয়ে গিয়ে সব তথ্য যাচাই করেন তদন্তকারীরা।