কৃষ্ণেন্দু অধিকারী, ব্রতদীপ ভট্টাচার্য ও অনির্বাণ বিশ্বাস,কলকাতা: যাদবপুরকাণ্ডে গ্রেফতার করা হয়েছে এক প্রাক্তনীকে। এর আগে ২০২৩ সালে, যাদবপুরের মেন হস্টেলে, তিনতলা থেকে পড়ে এক ছাত্রের মৃত্য়ুর পর র‍্যাগিংয়ের অভিযোগ উঠলে, সেই ঘটনাতেও গ্রেফতার হয়েছিল বেশ কয়েকজন প্রাক্তনী। সামনে এসেছিল হস্টেলে প্রাক্তনীদের দাপাদাপির অভিযোগ। এবারও এক প্রাক্তনীর গ্রেফতারি প্রশ্ন উস্কে দিল, যাদবপুরে প্রাক্তনীদের দাপট কি আদৌ কমেছে? নাকি তা আগের মতোই আছে?



আবার সেই যাদবপুর। আবার তোলপাড় রাজ্য় রাজনীতি। ফের এফআইআর, ফের গ্রেফতার!শনিবারের ঘটনায় একাধিক FIR হলেও, পুলিশ এখনও অবধি একজনকেই গ্রেফতার করেছে। এই বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তনী মহম্মদ সাহিল আলি।আর এর ফলেই ফের প্রশ্ন উঠছে, যাদবপুর বিশ্ববিদ্য়ালয় ক্য়াম্পাসে প্রাক্তনীদের দাপাদাপি নিয়ে। আর এই বিতর্ক আজকের নয়। ২০২৩ সালে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের হস্টেলের তিনতলা থেকে পড়ে, এক ছাত্রের মর্মান্তিক মৃত্য়ু হয়। ওঠে রাগিংয়ের অভিযোগ!
 
আর এই ঘটনা ঘিরেই তোলপাড় পড়ে যায় গোটা রাজ্য়ে।সামনে চলে আসে হস্টেলে প্রাক্তনীদের দাপটের অভিযোগ। যাদের গ্রেফতার করা হয়, তাদের মধ্য়ে যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের একাধিক প্রাক্তনী ছিলেন। বিতর্কের মুখে কিছুদিনের জন্য় বহিরাগতদের যাদবপুরের হস্টেলে ঢোকায় নিষেধাজ্ঞা অবধি জারি করা হয়। তারপর দু'বছর পেরিয়ে গেছে। কিন্তু, এবারও যাদবপুরকাণ্ডে ফের গ্রেফতার হলেন এক প্রাক্তনী। যার জেরে প্রশ্ন উঠে গেল, তাহলে কি যাদবপুরের ক্য়াম্পাসে প্রাক্তনীদের দাপট এখনও সমানতালে চলছে? এতে কি কর্তৃপক্ষের প্রচ্ছন্ন প্রশ্রয় রয়েছে? 


আরও পড়ুন, 'এত বড় একটা গাড়ি গেছে, শুধু চোখে লেগেছে যাদবপুর পড়ুয়া ইন্দ্রানুজের, এটা কীকরে সম্ভব ?..' 


 ওয়েবকুপা সদস্য় প্রদীপ্ত ভট্টাচার্য বলেন,  অনেকে বলছেন, প্রাক্তনীদের দাপটের অভিযোগ শুধু যাদবপুর নয়, রাজ্য়ের অন্য়ান্য় শিক্ষা প্রতিষ্ঠানেও মাঝেমধ্য়েই শোনা যায়। যাদবপুরে যেখানে দাপটের অভিযোগ ওঠে বাম বা অতিবাম মনোভাবাপন্ন ছাত্রদের বিরুদ্ধে, সেখানে অন্য়ান্য় প্রতিষ্ঠানে এরকমই অভিযোগ শোনা যায় তৃণমূলপন্থীদের বিরুদ্ধে। শিক্ষা প্রতিষ্ঠানে প্রাক্তনীদের এই দাপট কতদিন চলবে? কার প্রশ্রয়ে প্রাক্তনী দাপট?