উত্তর ২৪ পরগনা, সমীরণ পাল: ভাটপাড়ায় খুন তৃণমূল কর্মী (TMC) জয়নগর, আমডাঙা, কোলাঘাটের পর এবার জগদ্দলে গুলি করে খুন! বাড়ির সামনেই গুলিতে ঝাঁঝরা তৃণমূলকর্মী ভিকি যাদব। অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর মৃত অবস্থাতেই আনা হয়েছিল তৃণমূলকর্মী ভিকিকে। তৃণমূলকর্মীকে লক্ষ্য করে অন্তত ১২ রাউন্ড গুলি চলার অভিযোগ উঠেছে। বেপরোয়া দুষ্কৃতীরাজ, ৮ দিনে রাজ্যের ৪ প্রান্তে শ্যুটআউটে ৪জন খুন!


ভর সন্ধেয় জগদ্দলে শুটআউট মৃত্যু হল তৃণমূল কর্মী ভিকি যাদবের। ৯ রাউন্ড গুলিতে ঝাঁঝড়া হয়ে গেলেন ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চূড়ান্ত উদাহরণ বলে আক্রমণ শানিয়েছে বিজেপি।


কোলাঘাটে জাতীয় সড়কে, ব্য়বসায়ীকে গুলি করে খুনের পর ২৪ ঘণ্টাও কাটল না! তার মধ্য়েই ফের জগদ্দলে শুটআউট! এবার গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তৃণমূল কর্মীর। গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন সাংসদ ও তৃণমূল নেতা অর্জুন সিংয়ের (Arjun Sigh) ভাইপোর 'ছায়াসঙ্গী'!
মৃত তৃণমূল কর্মীর নাম ভিকি যাদব (৩৫)। 


কী বলছেন প্রত্যক্ষদর্শীরা?  প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার সন্ধেয় পুরানিতলায় বাড়ির সামনে বসেছিলেন ভিকি যাদব। তখনই বাইকে করে ৩ জন দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। এরপরই লুটিয়ে পড়েন ওই তৃণমূল কর্মী। 


প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। এরপর সেখান থেকে তাঁকে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় ইএম বাইপাসের ধারের একটি হাসপাতালে।                                          


ভাটপাড়া (Bhatpara) পুরসভার ভাইস চেয়ারম্যান, তৃণমূল নেতা দেবজ্য়োতি ঘোষের দাবি, ১৭ নং ওয়ার্ডের সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন ভিকি যাদব। ভাটপাড়া পুরসভার তৃণমূল নেতা ও ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের কথায়, আমাদের দলের একনিষ্ঠ কর্মী। ১৭ নং ওয়ার্ডে দলকে নেতৃত্ব দিত। দক্ষ সংগঠক। ওঁর গায়ে লেগেছে ৯ রাউন্ড গুলি। হতে পারে রাজনৈতিক শত্রুতা। সামনে নির্বাচন এগিয়ে আসছে তৃণমূলকে দুর্বল করো।             


কোথায় কোথায় খুন? একনজরে



  • ১৩ নভেম্বর: জয়নগরে কাকভোরে গুলি করে তৃণমূলনেতাকে খুন

  • ১৭ নভেম্বর: আমডাঙায় হাটের কাছে তৃণমূলের পঞ্চায়েত প্রধান খুন 

  • ২০ নভেম্বর: কোলাঘাটে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুন, টাকা-গয়না লুঠ