কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রামপুরহাটের (Rampurhat) বগটুই গ্রামের (Bogtui Village) ঘটনায় বর্তমানে তোলপাড় রাজ্য রাজনীতি। উত্তপ্ত গোটা রাজ্য (West Bengal)। আর এই পরিস্থিতির মধ্যেই মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) ডেকে পাঠালেন রাজ্যপাল (Jagdeep Dhankhar)। আগামী ১ সপ্তাহের মধ্যে রাজভবনে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) ডেকেছেন তিনি। চিঠিতে উল্লেখ করেছেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আলোচনা চান রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar)। মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) রাজভবনে ডেকে কড়া চিঠি লিখেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে তিনি লিখেছেন, ‘সিবিআইয়ের (CBI) বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদের মুখ্যমন্ত্রীর বক্তব্যে উদ্বিগ্ন। কোর্টের নির্দেশে রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তে সিবিআই। এ ব্যাপারে যাবতীয় পদক্ষেপ আইনি হওয়া উচিত, রাস্তায় নেমে নয়।’
[/tw]
এ দিনই মোদি বিরোধী মুখ্যমন্ত্রীদের চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর আঘাত হানছে বিজেপি। ইডি, সিবিআই, ভিজিল্যান্স, আয়কর বিভাগকে দিয়ে নিশানা করানো হচ্ছে। প্রতিহিংসার জন্য রাজনৈতিক প্রতিপক্ষদের হেনস্থাও করা হচ্ছে, চিঠিতে লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
তাঁর আরও অভিযোগ, সংসদে জোর করে পাশ করানো হচ্ছে দিল্লি স্পেশাল পুলিশ ও সিভিসি সংশোধনী। যার ফলে ইডি, সিবিআই নির্দেশকদের মেয়াদ ৫ বছর পর্যন্ত বাড়ানো যাবে। গোটা বিষয়টি সুপ্রিম কোর্টের আগের রায়ের সম্পূর্ণ পরিপন্থী, চিঠিতে উল্লেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রীয় সংস্থাদের দিয়ে বিরোধী নেতাদের উপর চাপ তৈরির চেষ্টা রুখতে হবে।
বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতি সহ্য করা হবে না। চিঠিতে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। দেশের প্রগতিশীল সব শক্তিকে একজোট হয়ে নিজেদের সুবিধা মতো এক জায়গায় জড়ো হয়ে আলোচনায় বসতে হবে। একজোট বিরোধী ঐক্যের জন্য কাজ করতে চিঠিতে আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায়ের।