কলকাতা: পশ্চিমবঙ্গের (West Bengal) রাজ্যপাল (Governor) পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকড় (Jagdeep Dhakhar)। যতদিন না পশ্চিমবঙ্গে নয়া রাজ্যপাল নিযুক্ত হচ্ছে, ততদিন অতিরিক্ত দায়িত্ব সামলাবেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন (La. Ganesan)। রাষ্ট্রপতির তরফে এমনটাই জানান হয়েছে। 


এদিকে, এই ঘোষণার পরই মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে বাংলায় স্বাগত জানালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিরোধী দলনেতার ট্যুইট, পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্ব নেওয়ার জন্য মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে অভিনন্দন। বিরোধী দলনেতা হিসেবে আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং আমার তরফে সম্পূর্ণ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি। মণিপুরের রাজ্যপালকে স্বাগত বার্তা শুভেন্দু অধিকারীর।                                    


 






উপ রাষ্ট্রপতি পদের জন্য পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar) প্রার্থী করেছে বিজেপি (BJP) নেতৃত্বাধীন NDA। বিজেপির (BJP) সংসদীয় দলের বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার সাংবাদিক বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, ‘কৃষক-পুত্র জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী’। শনিবারই দিল্লি যান রাজ্যপাল জগদীপ ধনকড়। দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। প্রধানমন্ত্রীর দফতরের তরফে ট্যুইট করে জানানো হয় সে কথা। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৯ জুলাই, মঙ্গলবার। আজ, সোমবার মনোনয়ন দেবেন জগদীপ ধনকড়। তার আগে রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন বাংলার রাজ্যপাল।