রুমা পাল, ধূপগুড়ি, জলপাইগুড়ি: ধূপগুড়ি উপনির্বাচনের (Dhupguri By elction) জন্য ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। এর আগে মোতায়েন করা হয়েছিল ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আরও ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) আসছে ধূপগুড়িতে, নির্বাচন কমিশন সূত্রে খবর। ৫ সেপ্টেম্বর জলপাইগুড়ি (Jalpaiguri)) ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে।       


পঞ্চায়েত নির্বাচনে প্রবল হিংসার অভিযোগ করেছিল বিরোধীরা। ফলে ধূপগুড়ি উপনির্বাচনে জোরদার নিরাপত্তার দাবি জানিয়েছিল বিরোধীরা।


২৫ জুলাই ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যু হয়েছিল। তার পরপরই আগস্টে ঘোষণা হয় যে ধূপগুড়ি বিধানসভাতে উপনির্বাচন হবে। ৮ সেপ্টেম্বর ওই ভোটের গণনা। ধূপগুড়ি উপনির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন ছিল ১৭ অগাস্ট।      


জুলাইয়ে কলকাতায় বিধানসভার অধিবেশনে যোগ দিতে এসে অসুস্থ হয়ে পড়েছিলেন বিজেপি বিধায়ক (BJP MLA)। SSKM-হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত্যু হয় বিধায়কের। সেই মৃত্যু ঘিরেও তরজা হয়েছিল। এসএসকেএম হাসপাতালে বিক্ষোভ দেখিয়েছিলেন মৃতের পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ ছিল চিকিৎসা নিয়ে অব্যবস্থা ছিল। অভিযোগ করেছিলেন খোদ বিজেপি বিধায়কের ছেলে। রাতে SSKM-এ কোনও পদক্ষেপই করা হয়নি বলে অভিযোগ ছিল। কম্বল-চাদর কিছুই দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছিলেন তাঁর ছেলে। অভিযোগ করার পরে সেগুলি মেলে। স্বাস্থ্যকর্মীও ছিলেন না বলে অভিযোগ ওঠে। মাঝরাতে স্ট্রেচার ঠেলে পরিবারের সদস্যদেরই রোগীকে উডবার্ন ব্লকে সিটি স্ক্যান করাতে নিয়ে যেতে হয়, আরও অভিযোগ বিষ্ণুপদ রায়ের পরিবারের।       


আগেই বিডিও বদলি:  
আগস্টেই বদলি করা হয়েছে ধূপগুড়ি বিডিও (BDO) শঙ্খদীপ দাসকে। উপ নির্বাচনের আগে বিডিও বদলি নিয়ে চাপানউতোরও হয়েছিল। শঙ্খদীপ দাসকে সরিয়ে ধূপগুড়ির বিডিও পদে আনা হয়েছিল জয়ন্ত রায়কে। পঞ্চায়েত ভোট (Panchayat Election) পরিচালনায় শঙ্খদীপ দাসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। পঞ্চায়েত ভোটের দিন ধূপগুড়ির শাকোয়াঝোরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাখালি গোঁসাইহাট ফরেস্ট ভিলেজ প্রাইমারি স্কুলের বুথে ছাপ্পার অভিযোগ উঠেছিল। ভোটকেন্দ্রের বাইরে থেকে উদ্ধার হয়েছিল ৪৭টি ব্যালটও। তা নিয়ে পুলিশে অভিযোগ জমা পড়েছিল। সেই মামলায় কলকাতা কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে তলব করা হয়েছিল শঙ্খদীপ দাসকে। তার মধ্যেই বদলি করা হয় তাঁকে। 


আরও পড়ুন: একধাক্কায় কমল ২০০! 'ভোটের জন্যই সুরাহা', খোঁচা বিরোধীদের