সনৎ ঝা ও রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: স্থানীয় তৃণমূল নেতার দাপট! এতটাই দাপট যে তাঁর দাদাগিরিতে বন্ধ হওয়ার মুখে পিচবোর্ডের কারখানা তৈরির কারখানা। ঘটনাস্থল জলপাইগুড়ি (Jalpaiguri)। ওই তৃণমূল নেতা নাকি ওই কারখানায় শ্রমিক সরবরাহ করে কাটমানি নিতেন। দাবি মতো কাটমানি দিতে না চাওয়ায় কারখানার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপড়েন।
মাত্র ৭ মাসের পুরনো কারখানা। তৃণমূল (TMC) নেতার দাদাগিরির জেরে সেখানেই বন্ধ হয়ে গেল উৎপাদন। এমনই অভিযোগ উঠল জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বলরামে। কেশরী পেপার বোর্ড নামে পিচবোর্ডের বাক্স তৈরির ওই কারখানায় তৈরি হয়েছে অচলাবস্থা। চলতি বছরের জানুয়ারি মাসে জলপাইগুড়িতে এই কারখানা খোলেন অসমের এক ব্যক্তি।
কারখানা কর্তৃপক্ষের দাবি, ভিনরাজ্য থেকে আসায়, ঠিকা শ্রমিক সরবরাহের জন্য তারা প্রথমে স্থানীয় তৃণমূল নেতা হালিম প্রধানের দ্বারস্থ হয়। অভিযোগ, প্রথমে শ্রমিক পিছু ৭ হাজার টাকা নিতেন ওই শাসক-নেতা। তিনমাস পরেই তিনি শ্রমিকপিছু ১২ হাজার টাকা দাবি করেন। দাবি মতো টাকা দিতে রাজি হয়নি কারখানা কর্তৃপক্ষ। তারা ঠিকা শ্রমিকদের পে-রোলে অন্তর্ভুক্ত করে। অভিযোগ, এরপরই অত্যাচার বাড়ে স্থানীয় তৃণমূল নেতা হালিম প্রধানের। শ্রমিকদের হুমকি দেওয়া শুরু হয়। তৃণমূল নেতাদের চাপে সম্প্রতি দুই শ্রমিককে নিয়োগ করে কারখানা কর্তৃপক্ষ।
অভিযোগ, গত ২৯ অগাস্ট কারখানার মেশিন অপারেটরকে নিগ্রহ করেন সদ্য নিযুক্ত এক শ্রমিক। তা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। কারখানা কর্তৃপক্ষের দাবি, থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি, অভিযুক্ত শ্রমিককে বহিষ্কার করা হয়। ওই কারখানা কেশরী পেপার বোর্ডের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, ওই মেশিন অপারেটর কীভাবে কাজ করতে হবে তা নিয়ে বলছিলেন, সেই নিয়ে ঝামেলা শুরু হয়।
কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, এরপর তৃণমূল নেতার হুমকিতে ভয় পেয়ে কাজে আসা বন্ধ করে দেন শ্রমিকরা। ৩০ অগাস্ট থেকে সম্পূর্ণ বন্ধ উৎপাদন। এই পরিস্থিতিতে আতঙ্কিত কারখানা কর্তৃপক্ষ।
এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে ব্যবসায়ী সংগঠনের মধ্যে। নর্থ বেঙ্গল স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুরজিৎ পাল বলেন, 'লোকে তো বলে শাসকদলের সঙ্গেই এরা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন তার সঙ্গে মিলছে না। পলিটিক্যাল লিডাররা কী করছেন।' কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় শাসকদলকে নিশানা করেছে বিজেপি।
আরও পড়ুন: যশের প্রথম 'বলিউডি' গানের ঘোষণা, 'টাইগার ৩' ফিল্মের পোস্টার প্রকাশ, আজকের 'সোশ্যালে সেরা'