রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ। ময়নাগুড়িতে এক কংগ্রেস কর্মীকে গাছে বেঁধে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্য়ে রয়েছে তৃণমূল কর্মী দিলীপ রায়-সহ ৫ জন।  


কেন এমন হামলা?
সূত্রের খবর, নদী থেকে বালি তুলতে বাধা দিয়েছিলেন ওই কংগ্রেস কর্মী। জমি দখলের প্রতিবাদও করেছিলেন। সেই কারণেই কংগ্রেস কর্মী মানিক রায় বারবার হুমকির মুখে পড়েছিলেন। পরিবারের অভিযোগ,  ৫ বছর ধরে থানা থেকে অভিযোগ তুলতে চাপ দেওয়া হচ্ছিল। তৃণমূলে যোগ দিতে চাপ দেওয়ারও অভিযোগ উঠেছিল। প্রাণের ভয়ে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ঘরছাড়া ছিলেন কংগ্রেস কর্মী মানিক রায়। দীর্ঘদিন পরে গত রবিবার গ্রামে ফিরেছিলেন তিনি। তারপর থেকেই তৃণমূল লাগাতার হুমকি দিচ্ছিল বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, গতকাল রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গাছে বেঁধে বেধড়ক মারধর করা হয়। নৃশংস অত্যাচারে মৃত্যু হয় কংগ্রেস কর্মী মানিক রায়ের। নিহতের স্ত্রীর অভিযোগ, 'তৃণমূলের লোক আছে, বিজেপির লোকও আছে। সবাই একজোট হয়ে করেছে।' ২ মহিলা-সহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। তৃণমূল কর্মী সহ গ্রেফতার ৫, বাকিরা অধরা।


গোটা ঘটনায় তীব্র প্রতিবাদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। নিহত কংগ্রেস কর্মীর বাড়িতে যাচ্ছে কংগ্রেস নেতৃত্ব। এই ঘটনায় বিচার পাওয়ার জন্য পরিবার রাজি থাকলে আদালতের দ্বারস্থ হওয়া হবে বলে জানিয়েছেন তিনি। অধীর সরাসরি নিশানা করেছেন মুখ্যমন্ত্রীকে। তাঁর আরও তোপ, 'বাংলায় তৃণমূল খুনের রাজনীতিতে বিশ্বাস করে। সন্ত্রাসের রাজনীতিতে, দখলের রাজনীতিতে বিশ্বাস করে। তৃণমূল যতদিন পশ্চিমবঙ্গে থাকবে ততদিন এমন হবেই। এখানে কংগ্রেসের থেকে জোট করে পঞ্চায়েত কেড়ে নেওয়া হয়েছে, সব কেড়ে নেওয়া হয়েছে, তাও কংগ্রেস লড়ছে।'


তৃণমূল নেতা কুণাল ঘোষ জানান, 'এটা অবাঞ্ছিত ও দুর্ভাগ্যজনক ঘটনা। পুলিশ-প্রশাসন দেখছে। তৃণমূল স্থানীয় নেতৃত্বের কাছে রিপোর্ট চেয়েছে। যে বা যাঁরা দায়ী তাঁদের কঠোর শাস্তি হওয়া উচিত।'


বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের তোপ, 'এটা নীতি-আদর্শ তৃণমূলের। পুলিশ সমঝোতা করছে। তৃণমূলে যোগ দিতে বলছে। পুলিশ তাদের কাজ ছেড়ে এসব করছে। আকছার এমন ঘটনা ঘটছে, তা আজ হঠাৎ হয়নি। ১৩ বছর ধরে মুখ্যমন্ত্রী দেখছেন।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ফের ছাত্র নির্যাতনের অভিযোগ