রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: চিকিৎসক পেশায় আসার আগে একটি নৈতিকতার শপথ নিতে হয় চিকিৎসকদের, যা 'হিপোক্রেটিক ওথ' (Hippocratic Oath) নামেই পরিচিত। চিকিৎসক পেশায় নৈতিকতা বজায় রাখতে এবং অবিচল লক্ষ্যের উদ্দেশ্যে নেওয়া হয়ে থাকে এই শপথ। বইয়ের পাতায় বা মননে যা থাকে তাকে বাস্তবে দেখতে পাওয়া বেনজিরই বটে। তা-ও আবার নিজের জীবনের মায়া ত্যাগ করে যিনি এই শপথ মেনে চলেন, তা কুর্নিশ যোগ্য।  


ধূপগুড়ি মহকুমা হাসপাতাল এমনই এক দৃশ্যের সাক্ষী হল। সাপের কামড় খাওয়ার পর হাতে স্যালাইন নিয়ে একের পর এক রোগী দেখে চলেছেন এক চিকিৎসক।                                                                                                



হাসপাতালে নেই পর্যাপ্ত ডাক্তার। এরই মধ্যে সাপে কামড়েছে চিকিৎসককে, বাধ্য হয়ে হাতে স্যালাইন থাকা অবস্থায় রোগী দেখছেন চিকিৎসক সৃজিতা সাহা। অসুস্থ অবস্থায় হাতে স্যালাইনের চ্যানেল নিয়ে রোগী দেখছেন ধূপগুড়ি মহকুমা হাসপাতালে কর্তব্যরত সৃজিতা। এমনই ছবি ধরা পড়ল ধূপগুড়ি মহকুমা হাসপাতালে।


সদ্য  মহকুমা হাসপাতালের মর্যাদা পেয়েছে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল। তবে এখনও বাড়েনি চিকিৎসকের সংখ্যা, এমনটাই জানান রোগীরা। আর এই কারণেই চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। রোগীর প্রাণ বাঁচাতে তাই স্যালাইন হাতে নিয়ে রোগী দেখছেন ডাক্তার। স্বাস্থ্য পরিষেবা যে সেখানে রীতিমতো ভেঙে পড়ার মতো অবস্থায়। এ দৃশ্য যেন সেই কথাই বলে চলে। 


আরও পড়ুন, কলেজের মেসের খাবারে সাপের দেহাংশ, অসুস্থ একাধিক পড়ুয়া


চিকিৎসক সৃজিতা দাসের কথায়, 'ধূপগুড়ি এলাকায় প্রচুর সাপ। কামড় খেয়েছি সাপের। কিন্তু কী করব, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নেই। কালই আমার অফ ছিল। আজ কাজের দিন তো আর সেটা বদলানো যায় না। উপায় নেই আমার কাছে। সব জায়গাতেই আন্ডার স্টাফ কাজ হচ্ছে।'               


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে