নয়া দিল্লি: খাবারে পোকা কিংবা টিকটিকি নয়, এবার তরকারির ঝোলে পাওয়া গেল সাপের দেহাংশ।  যে খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে বিহারে।

  


বিহারের বাঙ্কার একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা বৃহস্পতিবার সন্ধ্যায় কলেজ মেসের দেওয়া রাতের খাবারে সাপের টুকরো খুঁজে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে। দূষিত খাবার খেয়ে অন্তত ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে, বমি হওয়ার অভিযোগও করেছেন অনেকে। 


সূত্রের খবর, তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে সুস্থ হয়ে উঠছেন, তাদের চিকিৎসার তত্ত্বাবধানে থাকা চিকিৎসক জানিয়েছেন এমনটাই। অনলাইনে প্রচারিত একটি ছবি, যা একজন ছাত্রের তোলা অভিযোগ, দেখা যায় যে খাবারে সাপের লেজ রয়েছে৷ এই ঘটনাটি ছাত্র, অভিভাবক এবং কলেজের গ্রুপগুলির মধ্যেও ছড়িয়ে পড়েছে যা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। মেসে খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি মান নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে অনেকেই। 


কলেজ মেস একটি টেন্ডারের মাধ্যমে পরিচালিত হয় এবং খাবারের মান নিয়ে এর আগেও সমালোচনার সম্মুখীন হয়েছে এই মেস, এমনটাই খবর। একজন শিক্ষার্থী জানিয়েছেন যে নিম্নমানের খাবারের সমস্যা রয়েছে অনেকদিন ধরেই। এর আগে এই মেসে মেয়াদোত্তীর্ণ খাবারও পাওয়া গেছিল। এদিকে এই ঘটনার পরই কলেজের ছাত্ররা তুমুল বিক্ষোভ করেন। তাঁদের দাবি কলেজের টাকা বকেয়া থাকলে তখন কঠোর নীতির কথা বলা হয়। অথচ টাকা নিয়ে এই ধরনের খাবার পড়ুয়াদের দেওয়া হবে কেন? 


আরও পড়ুন, হাসপাতালে রোগীর ভিড়, হাতে স্যালাইন, সাপের কামড় নিয়েই চিকিৎসা করছেন ডাক্তার


অন্য একজন ছাত্র কলেজের কঠোর নীতির কথা তুলে ধরেন, যেখানে যে ছাত্ররা মেস প্ল্যান থেকে বেরিয়ে আসে বা মেস বকেয়া বকেয়া থাকে তাদের পরীক্ষা দিতে বাধা দেওয়া হয়। 






মেসের খাবারের মান নিয়ে আগের অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। জেলা ম্যাজিস্ট্রেট আনশুল কুমার নিশ্চিত করেছেন যে প্রশাসন আগে কলেজের সঙ্গে এই জাতীয় সমস্যাগুলি সমাধান করেছিল। এখন পর্যন্ত, কলেজ প্রশাসন বা কলেজ মেস পরিচালনাকারী বেসরকারী ঠিকাদারদের তরফে কোনও মন্তব্য করা হয়নি।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে