রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ধূপগুড়ি (Dhupguri News) থেকে গাড়ি ভাড়া করে কলকাতায় সোনার বিস্কুট (Gold Biscuit) পাচারের চেষ্টার অভিযোগ। গাড়ি চালকের উপস্থিত বুদ্ধিতে জলপাইগুড়ির কোতোয়ালি থানার হাতে গ্রেফতার ২ পাচারকারী। প্রায় ৮৫ লক্ষ টাকার সোনা উদ্ধার বলে পুলিশ সূত্রে খবর (Gold Smuggling)।


প্রায় ৮৫ লক্ষ টাকার সোনা উদ্ধার, দাবি পুলিশের


শিলিগুড়ি (Siliguri News) যাওয়ার জন্য গাড়ি ভাড়া করে মোটা টাকার টোপ দিয়ে কলকাতা যাওয়ার জন্য চাপ। চালকের ফোন পেয়ে জলপাইগুড়িতে সোনা পাচারের ছক বানচাল করল পুলিশ। ভাড়া গাড়ির মধ্যে উদ্ধার সোনার বিস্কুট। গাড়ি চালকের তৎপরতায় বানচাল হল সোনা পাচারের চেষ্টা।


জলপাইগুড়ি (Jalpaiguri News) কোতোয়ালি থানার জালে ২ পাচারকারী। পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে ধূপগুড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার কথা বলে চারচাকার একটি গাড়ি ভাড়া করেন মহারাষ্ট্রের দুই বাসিন্দা। গাড়িতে ওঠার কিছুক্ষণের মধ্যেই ভোল বদলে ফেলেন তাঁরা। 


চালককে ৩০ হাজার টাকার টোপ দিয়ে গাড়ির অভিমুখ কলকাতার দিকে ঘুরিয়ে নেওয়ার জন্য চাপ দিতে থাকেন বলে অভিযোগ। সন্দেহ হওয়ায় গাড়ি থেকে নেমে পুলিশকে ফোন করে বিষয়টি জানান চালক।


আরও পড়ুন: Firhad on Anubrata: বীরভূমের বাঘ বেরিয়ে আসার অপেক্ষা, শিয়ালরা সব খাঁচায় ঢুকে যাবে, অনুব্রতর গড়ে বললেন ফিরহাদ


খবর পেয়েই সক্রিয় হয় জলপাইগুড়ির কোতোয়ালি থানা। গোশালা মোড়ে আসতেই গাড়িটিকে আটক করে পুলিশ। গাড়ির দুই সওয়ারিকেও গ্রেফতার করে পুলিশ।


পুলিশ সূত্রে খবর, ধৃত রাহুল রমেশ কোডাগ ও সৌরভ অশোক মণ্ডল, দুজনেই মহারাষ্ট্রের বাসিন্দা। জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন বলেন, "আমাদের কাছে সোনা পাচারের খবর আসে। মহারাষ্ট্রের দুই বাসিন্দাকে ধরা হয়। সোনার বিস্কুট উদ্ধার হয়।"


পাচার করা সোনা কোথায় যাচ্ছিল, উঠছে প্রশ্ন


গাড়ি থেকে উদ্ধার হওয়া ১৪টি সোনার বিস্কুটের বাজারমূল্য প্রায় ৮৫ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে খবর। কোথায় পাচার করা হচ্ছিল এত সোনা? নেপথ্যে বড় কোনও পাচার চক্র? ধৃতদের জিজ্ঞাসাবাদ করে রহস্যভেদের চেষ্টায় পুলিশ।


পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে ফের হদিশ মিলল অস্ত্রভাণ্ডারের


এ দিকে, পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় অস্ত্রভাণ্ডারের হদিশ মিলতে শুরু করেছে। ডানকুনি, শাসন, কলকাতার পর এ বার বারুইপুরে মিলল অস্ত্রের ভাণ্ডারের হদিশ। শুক্রবার সন্ধেয় সেখান থেকে উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র, পাঁচ রাউন্ড গুলি। এখনও পর্যন্ত দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এত অস্ত্র কোথা থেকে আসছে, কেন মজুত করা হচ্ছে অস্ত্র, তা জানা চেষ্টা চলছে।


বারুইপুরের বকুলতলা থানার অন্তর্গত জীবন মণ্ডলের হাট এলাকা থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, আগ্নেয়াস্ত্র এবং গুলি বিক্রির জন্য়ই আনা হয়েছিল। কিন্তু কাদের কাছে অস্ত্র বিক্রি করার কথা ছিল? তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ধৃতরা বিজেপি-র সক্রিয় কর্মী। সভার পর জীবনতলা হাটে অস্ত্র বিক্রি করা ছক ছিল ধৃত দের। কাদের হাতে যেত অস্ত্র, কোথায় ব্যবহার করা হতো, তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে।