রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : দিল্লির রাজপথে প্রজাতন্ত্র দিবসে  সুযোগ পেলেন জলপাইগুড়ির ( Jalpaiguri  )  কন্যা। এ যেন  স্বপ্নের উড়ান। কলেজে NSS থেকে যে এভাবে প্রধানমন্ত্রী , রাষ্ট্রপতির সামনে মার্চ পাস্ট করার সুযোগ আসবে ভাবেননি তিনি। জেলার মেয়ে এমন সুযোগ পাওয়ায় খুশির পরিবেশ জলপাইগুড়ি জুড়ে। 


অঙ্গিরা ঠাকুর প্রসন্ন দেব মহিলা মহাবিদ্যালয়ের  তৃতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী। বাড়ি জলপাইগুড়ি পুরসভার এলাকার  আদরপাড়ায়। ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস) থেকেই বেছে নেওয়া হয়েছে তাঁকে। ১৯৬৯ সালে ছাত্র যুবদের ব্যক্তিত্ব ও চরিত্র বিকাশের প্রাথমিক উদ্দেশ্য নিয়ে ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস) চালু করা হয়েছিল। 'সেবার মাধ্যমে শিক্ষা' এনএসএসের উদ্দেশ্য। এই ন্যাশনাল সার্ভিস স্কিম হল ভারতের কেন্দ্রীয়  সরকারের  পাবলিক সার্ভিস সেক্টর দ্বারা পরিচালিক একটি প্রোগ্রাম । ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক এই প্রকল্পটি পরিচালনা করে। এই প্রোগ্রাম থেকেই  রাজধানী দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্যারেড করার সুযোগ পেয়েছেন অঙ্গিরা। পশ্চিমবঙ্গ থেকে মোট  ৮ জনকে বাছাই করা হয়েছে এই অনুষ্ঠানে অংশ নেবার জন্য। এই বেছে নেওয়ার পদ্ধতিটি হয়েছে  ওড়িশার ভুবেনশ্বরে।  ন্যাশনাল ক্যাম্প থেকে সুযোগ পেয়েছেন তিনি। 


এভাবে যে সুযোগ আসবে ভাবেননি তিনি। অঙ্গিরা জানান, ' আমার পরম সৌভাগ্য যে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি সকলের সামনে আমি পারফর্ম করব। আগামীতে ইচ্ছে আছে সেনাবাহিনীতে যোগ দেওয়ার।'  


আগামী ২৬ জানুয়ারি দিল্লির রাজপথে প্যারেডে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন বাঁকুড়ার জঙ্গল মহলের আদিবাসী কন্যা  সুস্মিতাও। খাতড়ার চিরুনগর গ্রামের সুস্মিতা সোরেনের এই সাফল্যে খুশির হাওয়া এলাকা জুড়ে। তাঁর বাবা সহদেব সোরেন পেশায় স্থানীয় সুপুর হাই স্কুলের শিক্ষক, মা মমতা সোরেন প্রাথমিক শিক্ষিকা ।


প্রত্যন্ত চিরুনগর গ্রাম থেকে দিল্লির রাজপথ,  সুস্মিতার এই জার্নিটা মোটেই সহজ ছিলনা। খড়বন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষার পাঠ শেষ করে গড় রাইপুর হাই স্কুল থেকে মাধ্যমিক ও খাতড়ার কংসাবতী শিশু বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ শেষে বর্তমানে বাঁকুড়া সম্মিলনী কলেজে সংস্কৃত অনার্স নিয়ে পড়ছেন তিনি। এখন দ্বিতীয় বর্ষের ছাত্রী । এই কলেজে পড়াশুনা করতে এসেই এন.এস.এস অর্থাৎ জাতীয় সেবা প্রকল্পে নিজের নাম লেখানোর সুযোগ পান তিনি। পরে চলতি বছরে নভেম্বর মাসে  দেশের পূর্বাঞ্চলের রাজ্য গুলিকে নিয়ে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। আর সেখান থেকেই এরাজ্যের আট জন প্রজাতন্ত্র দিবসে দিল্লির প্যারেডে অংশ নেওয়ার ছাড়পত্র পেয়েছেন জঙ্গল মহলের সুস্মিতা সোরেন । 


আরও পড়ুন : ডেঙ্গি মোকাবিলায় নতুন দিগন্ত খুলে দিচ্ছে এই রক্তপরীক্ষা