শুভেন্দু ভট্টাচার্য, তুফানগঞ্জ: পুকুরের মাটি কাটতে গিয়ে ধাতব লক্ষ্মী মূর্তি উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ থানার দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের ঝলঝলি এলাকায়। খবর চাউর হতেই ভিড় জমান আশেপাশের এলাকার বহু মানুষ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিস। এরপর মূর্তিটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পুকুরের মাটি খুঁড়তে গিয়ে দেখা মিলল লক্ষ্মীমূর্তির। 

কোচবিহারের তুফানগঞ্জ ১ ব্লকের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের ঝলঝলি গ্রামে পুকুর খোঁড়ার পর উদ্ধার করা হয়েছে এই লক্ষ্মীমূর্তিটিকে। এই লক্ষ্মীমূর্তি দেখতে দলে দলে মানুষ ভিড় করেন এলাকায়।

গ্রামবাসী রাসেল মন্ডল বলেন, মাটি কাটার সময় মূর্তিটি পাওয়া গেছে। আমরা তা পুলিশের হাতে তুলে দিয়েছি। যদিও মূর্তিটি কতটা পুরনো তা আঁচ করতে পারছেন না গ্রামের বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রাক্টরে করে মাটি ফেলার সময় শ্রমিকরাই প্রথমে এই লক্ষ্মীমূর্তিটি দেখতে পান। প্রায় পাঁচশ গ্রাম ওজনের এই মূর্তি। লম্বায় প্রায় ৫ ইঞ্চি। স্থানীয়রা জানিয়েছেন মূর্তিটি একেবারে কাদামাখা ছিল। জল দিয়ে পরিষ্কার করতেই একেবারে ঝকঝকে হয়ে গিয়েছে মূর্তিটি। পুলিশ মূর্তিটি উদ্ধার করেছে। তবে মূর্তিটি ঠিক কী ধরনের ধাতু দিয়ে তৈরি সেটা দেখা হচ্ছে।

এ বিষয়ে তুফানগঞ্জ মহকুমা পুলিস আধিকারিক কান্নিধারা মনোজ কুমার বলেন, একটি মূর্তি উদ্ধার হয়েছে।তা পরীক্ষা নিরীক্ষার জন্য জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।