রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: চা বাগান সংলগ্ন নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি জলপাইগুড়িতে (Jalpaiguri News)। হড়পা বানের (Flash Flood) কবলে মৃত্যু মা-মেয়ের। কলকাতা থেকে আস আত্মীয়দের সঙ্গে নিয়ে স্নান করতে গিয়েছিলেন। সেই সময় জলের তোড়ে তাঁরা ভেসে যান বলে জানা গিয়েছে। পাহাড়ে আচমকা বৃষ্টি শুরু হওয়াতেই এমন পরিণতি বলে দাবি স্থানীয়দের।
হড়পা বানের কবলে মৃত্যু মা-মেয়ের
জলপাইগুড়ির নাগরাকাটা গাঠিয়া চা বাগানের (Tea Eastate) ঘটনা। সেখানে কর্মরত সহকারি ম্যানেজারের স্ত্রী এবং কন্যার মৃত্য়ু হয়েছে। জানা গিয়েছে, কলকাতা থেকে তাঁদের আত্মীয়-স্বজনরা এসেছিলেন। সকলে মিলে নদীতে স্নান করতে নামেন। বাকিরা উঠে এলেও, মা-মেয়ে উঠে আসতে পারেননি।
আরও পড়ুন: South 24 Pargana: প্রাণ হাতে খাঁড়িতে, বাঘের হানায় প্রাণ গেল মৎস্যজীবীর
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গাঠিয়া নদী তীরবর্তী এলাকায় বেড়াতে যায় ওই পরিবার। গাঠিয়া চা বাগানের ফ্যাক্টরি ম্যানেজার রূপক বিশ্বাস, তাঁর স্ত্রী ও মেয়ে ছিলেন। সঙ্গে ছিলেন কলকাতা থেকে যাওয়া আত্মীয় স্বজন। সূত্রের খবর, মোট আট জন গাঠিয়া নদীতে স্নান করতে নামেন। তখনই আচমকা হড়পা বান আসে। জলের তোড়ে ভেসে যান সকলে। সেই পরিস্থিতিতে ছ’জনকে কোনও রকমে উদ্ধার করা গেলেও, তলিয়ে যান ফ্যাক্টরি ম্যানেজারের স্ত্রী ও মেয়ে। পরে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার হয়।
আত্মীয়দের সঙ্গে নদীতে স্নান করেত নেমে বিপত্তি
খবর পেয়ে ঘটনাস্থলে যায় নাগরাকাটা থানার পুলিশ। মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার সময় যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের সকলের বয়ান নেওয়া হয়েছে।
বৃষ্টিতে নদীতে নামতে গেলে, তাঁদের বাধা দিতে এগিয়ে গেলেন না কেন কেউ, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে পরিবারের সঙ্গে আনন্দ করতেই সকলে জলে নেমেছিলেন বলে খবর। তাতেই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।