রাজা চট্টোপাধ্যায়, ধূপগুড়ি: জলপাইগুড়িতে (Jalpaiguri) লাফিয়ে বাড়ছে করোনার (Corona) সংক্রমণ। পরিস্থিতিতে রাশ টানতে আজ থেকে এলাকা ভাগ করে বাজার বন্ধ রাখা শুরু করল একাধিক পুরসভা। ধূপগুড়িতে (Dhupguri) দেখা গিয়েছে গাঁধীগিরি। মাস্ক না পরে যাঁরা বাইরে বেরিয়েছিলেন, পুরসভার (Municipality) তরফে তাঁদের মাস্কের সঙ্গে লাড্ডু দেওয়া হয়।


স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক (Mask) না পরে বাইরে বেরিয়েছিলেন যাঁরা, তাঁদেরই হয়ে গেল মিষ্টিমুখ। পুলিশের ধমক না খেয়ে মাস্ক তো মিললই। বাড়তি পাওনা লাড্ডু।  বৃহস্পতিবার সকালে এই ছবি ধরা পড়েছে জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ধূপগুড়ি বাজারে (Dhupguri Market)। স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সেখানে গাঁধীগিরির রাস্তায় হাঁটছে ধূপগুড়ি পুরসভা (Dhupguri Municipality)। গতকাল ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিংহ জানান, “আজ ধূপগুড়িতে ২৫ জন পজিটিভ। অনেকে বারবার বলা সত্ত্বেও কথা শুনছে না। আজ লাড্ডু দেওয়া হল মাস্কহীনদের।’’


রাজ্যে করোনা সংক্রমণের হার ওঠানামা করলেও, জলপাইগুড়ি (Jalpaiguri) জেলায় করোনার (Corona) আগ্রাসন হুহু করে বাড়ছে। সংক্রমণ শৃঙ্খল ভাঙতে এলাকা ভাগ করে বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা ও প্রশাসন। বৃহস্পতিবার জলপাইগুড়ি পুরসভার দিনবাজার, মার্চেন্ট রোড, ইন্দিরা কলোনি, বিডিও অফিস, রায়কত পাড়া, হাসপাতাল পাড়া, বেগুনটারি সহ একাধিক জায়গায় সমস্ত দোকান বাজার বন্ধ রাখা হয়।


শুক্রবার জলপাইগুড়ি ((Jalpaiguri) শহরের স্টেশন বাজার, বাবুপাড়া, পোস্ট অফিস মোড়, তেলিপাড়া, ২ নম্বর গুমটি এলাকায় সব দোকান বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জলপাইগুড়ি পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য সন্দীপ মাহাতো বলেন, ব্যবসায়ীদের ধন্যবাদ সহযোগিতার জন্য। আবার কালকেও বাজার বন্ধ রাখার জন্য আজ থেকে মাইকে প্রচার হবে। ধূপগুড়ি পুরসভা (Dhupguri Municipality) সূত্রে খবর, সংক্রমণে রাশ টানতে সেখানেও নির্দিষ্ট সময়ের জন্য সব দোকান বাজার বন্ধ রাখা হবে। 


আরও পড়ুন: Municipal Election 2022: পুরভোটের আগে তুঙ্গে তৎপরতা, কোচবিহারে বিজেপি-‘বিক্ষুব্ধ’দের পাশে তৃণমূল