রাজা চট্টোপাধ্যায়, মালবাজার: ট্রেন (Train) থেকে পড়ে মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর (Madhyamik Exam 2022)। মালবাজার মহকুমার ওদলাবাড়ি চেল সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটেছে। মৃত ছাত্রীর বাড়ি ডামডিম এলাকায়।
মৃত ছাত্রীর নাম শ্বেতা চিক বড়াইক। জানা গিয়েছে, গতকাল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল। ডামডিমের বেশ কিছু ছাত্রী ওদলাবাড়ি স্কুলে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2022) দিতে যাচ্ছিল। ডামডিম থেকে চ্যাংড়াবাধন্ধা প্যাসেঞ্জার ট্রেনে করে ওদলাবাড়ি যাচ্ছিল পরীক্ষার্থীরা। সেই সময় ওদলাবাড়ি রেল সেতুর (Rail Bridge) কাছে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় ওই পরীক্ষার্থীর। কীভাবে মৃত্যু হল? খতিয়ে দেখছে রেল পুলিশ।
এদিকে ১৮টি সেলাই নিয়ে মাধ্যমিক দিল এক পরীক্ষার্থী। মায়ের সঙ্গে প্রতিবেশীর ঝামেলায় মা-কে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হয় মাধ্যমিক পরীক্ষার্থী। পড়ে ১৮টি সেলাই। ঘটনা দক্ষিণ দিনাজপুরের। হাতে স্যালাইন নিয়েই হাসপাতালের বিছানায় বসে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2022) দিল কুমারগঞ্জ থানার গোপালগঞ্জ আর এল স্কুলের ছাত্র শান্ত দাস। মাধ্যমিক পরীক্ষার্থী শান্ত দাসের পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, বাড়ির বাইরে ছিলেন শান্ত দাসের বাবা ফনি দাস। সেই সময় পাশের বাড়িতে তাঁদের ছাগল বেঁধে রাখাকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বচসা শুরু হয় তার মায়ের। বচসা
চলতে চলতেই আচমকা প্রতিবেশীরা তেড়ে আসে ওই ছাত্রের মায়ের দিকে। তাদের হাতে ছিল ধারাল অস্ত্র। প্রতিবেশীদের আক্রমণের হাত থেকে মাকে বাঁচাতে দৌড়ে সেখানে চলে যায় শান্ত দাস। কিন্তু প্রতিবেশীরা তাদের উপর ধারাল অস্ত্রের একের পর এক কোপ মারতে থাকে। প্রতিবেশীদের এলোপাথারি ধারাল অস্ত্রের কোপে গুরুতরভাবে জখম হয় মাধ্যমিক পরীক্ষার্থী শান্ত। গুরুতর জখম অবস্থায় শান্তকে ভর্তি করা হয় বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালে। সেখানেই তার শরীরে ১৮টি সেলাই পড়ে। প্রতিবেশীদের আক্রমণে তার মাথায় গুরুতর আঘাত লাগে। তার সঙ্গে আঘাত লাগে ডান হাতের উপরে ও আঙুলে। ওই আঘাত নিয়েই গতকাল অঙ্ক পরীক্ষা দেয় পড়ুয়া।
আরও পড়ুন: Councilors Murder: ২ কাউন্সিলরের হত্যাকাণ্ডে তোলপাড় রাজ্য, কেন দুষ্কৃতী-দৌরাত্ম্য? উঠছে প্রশ্ন