রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : বাংলায় একটি প্রবাদ আছে, 'সাপের গালেও চুমু , ব্যাঙের গালেও চুমু'। যার অর্থ , যে ব্যক্তি উভয়পক্ষর সঙ্গেই তাল দিয়ে চলে। অর্থাৎ সাপ আর ব্যাঙ চিরশত্রু, তাদের দুজনের গালেই চুমু খায় যে, অর্থাৎ যে কোনও পক্ষেরই নয় ! শুধুই সুবিধাবাদী। কিন্তু এই ঘটনা সাপের গালে চুমু খাওয়ার। সাপ ধরে সাপের মুখে মুখ লাগিয়ে চুম্বন করল একদল ! তারপর যা ঘটল , তাতে চোখ কপালে উঠবে সকলের। 


সাপ নিয়ে কায়দা দেখাতে গিয়ে মৃত্যুর ঘটনা নতুন নয়। একাধিক ব্যক্তি এমন বীরত্ব দেখাতে গিয়ে প্রাণ হারিয়েছেন। তারপরও সতর্ক হয়নি সাধারণ মানুষ। আর তারই প্রমাণ মিলল ধূপগুড়িতে। 


ঘটনাটি ধূপগুড়ি ব্লকের অন্তর্গত পশ্চিম মল্লিকপাড়া এলাকার। এলাকার বাসিন্দা সহদেব রায় ক্ষেতে থেকে তোলা ধান মজুদ করে রেখেছিলেন।  কাটা ধান আটি বাঁধার সময়ই হাতে ঠান্ডা কিছু অনুভব করেন। মনে হয়, কিছু একটা যেন ছুঁয়ে গেল ! কানে আসে শোঁ শোঁ শব্দ। বুঝতে বিন্দুমাত্র দেরি হয়নি সাপ আছে সেখানে।   আতঙ্কে ধানের সেই আঁটি ফেলে দিয়েই চিৎকার শুরু করেন সহদেব। চিৎকার শুনে  ছুটে আসেন আশেপাশের কৃষকরা।  সবাই মিলে আঁটি তুলতেই দেখতে পান ভেতরের ঢুকে বসে রয়েছে এক অজগর সাপ।  প্রায় চার ফুট লম্বা ! 


গ্রামবাসীদের অনুমান, নিকটবর্তী জলঢাকা নদী থেকেই হয়ত অজগর সাপটি চলে এসেছে ধান ক্ষেতে।  এই সময় ধান খেতে প্রচুর ইঁদুরের উপদ্রব হয়। ইঁদুর খাওয়ার লোভেই ওই ধানের গোলায় ঘাপটি মেরে বসে থাকে সাপ !  সাহস করে কৃষকরা অজগর সাপটিকে বস্তাবন্দিও করে ফেলেন।  খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী সংগঠনের  সদস্যদের।  তারপরই শুরু হয় আজব কাণ্ড ! 


সাপটিকে নিয়ে শুরু হয়ে যায় ছবি তোলা। কেউ কেউ তো আবার সাপটিকে চুমু খেতে শুরু করে দেয়। সর্প বিশেষজ্ঞ মিন্টু চৌধুরি বলছেন, অজগর বলেই বেঁচে গিয়েছেন তাঁরা। নইলে ভয়ানক ঘটনা ঘটতে পারত। যে সাপটিকে ধরে হইহল্লা করছিলেন তাঁরা, সেই সাপ নির্বিষ। 


বন্যপ্রাণী আইন অনুযায়ী অজগর সিড্যুল ওয়ানের প্রাণি। নিয়ম অনুসারে সিড্যুল ওয়ানের কোনও বন্যপ্রাণীকে ধরা, তাকে নিয়ে খেলা বা সেলফি তোলা বা নির্যাতন এমন সব ক্রিয়াকলাপই আইনবিরোধী।  বন্যপ্রাণি আইন অনুযায়ী তাঁদের শাস্তি এবং জরিমানা দুটাই হতে পারে।              


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে