রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: পর্যটন কেন্দ্র হিসেবে জলপাইগুড়িকে (Jalpaiguri) নতুন করে সাজানোর উদ্যোগ নিল শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ (Siliguri-Jalpaiguri Development Authority)। প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ৩ কোটি টাকা। তবে এই প্রকল্প নিয়ে কটাক্ষ করেছে বিজেপি (bjp)।
জলপাইগুড়িকে নতুন করে সাজানোর উদ্যোগ: জলপাইগুড়ি (Jalpaiguri) শহর লাগায়ো বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেবী চৌধুরানি মন্দির, ভামরি দেবী মন্দির, গর্তেশ্বরী মন্দির, গর্ভেশ্বরী মন্দির-সহ একাধিক মন্দির। অথচ পর্যটকদের (Tourists) আনাগোনা তুলনায় অনেকটাই কম এইসব মন্দিরে। এবার ঐতিহাসিক এই মন্দিরগুলিকেই আরও আকর্ষণীয় করার উদ্যোগ নিল শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ বা SJDA। এজন্য রাজবাড়ির দিঘিকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন পর্যটন কেন্দ্র।
রাস্তা সংস্কারের উদ্যোগ: ইতিমধ্যেই শিলান্যাস হয়েছে প্রকল্পের (Project)। SJDA সূত্রে খবর, প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ৩ কোটি টাকা। প্রকল্পের আওতায় সংস্কার করা হবে রাস্তারও। শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, “পর্যটক টানতেই এই পদক্ষেপ, যেহেতু প্রথমে ট্যুরিস্ট ফরেস্টে যায় বিকেলের পর থেকে কিছু থাকে না তাই একটা প্ল্যান করেছি।’’
এদিকে, এই পর্যটন প্রকল্পতেও লেগেছে রাজনীতির ছোঁয়া। বিজেপির দাবি, তৃণমূল নেতাদের আমোদের জন্যই সরকারি টাকার অপচয় করা হচ্ছে। জলপাইগুড়ির বিজেপি সভাপতি বাপি গোস্বামী বলেন, “তৃণমূলের কলকাতার নেতারা আসবে, ফূর্তি করবে, আনন্দ করবে, তারজন্য এগুলো করা হচ্ছে, রাস্তা ঘাটের অবস্থা যে খারাপ সেটা আমরা দীর্ঘদিন থেকে বলছি, পুরসভা এতদিন কি ঘুমোচ্ছিল?’’
শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, “বিজেপির পায়ের তলায় মাটি সরে গেছে, ওরা সবকিছুতেই রাজনীতি দেখে, মানুষের ভাল চায় না বিজেপি।’’এদিকে, শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ সূত্রে খবর, পর্যটক টানতে পুজোর আগেই প্রকল্পের কাজ শেষের পরিকল্পনা করা হয়েছে।
আরও পড়ুন: Police Attacked : মহেশতলায় ভিলেজ পুলিশের মাথায় মদের বোতল ভাঙল মদ্যপ, গ্রেফতার হামলাকারী