HDFC Bank: চতুর্থ ত্রৈমাসিকের ফল প্রকাশ করেছে এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank)। 2021-22 FY-এর চতুর্থ ত্রৈমাসিকে ব্যাঙ্কের সিঙ্গল বেস নেট মুনাফা 22.8 শতাংশ বেড়ে 10,055.2 কোটি টাকা হয়েছে৷


স্টক মার্কেটের তথ্য


স্টক মার্কেটে ব্যাঙ্ক তার ত্রৈমাসিক ফলাফল দাখিল করেছে। যেখানে দেশের এই বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক জানিয়েছে, জানুয়ারি-মার্চ 2022 ত্রৈমাসিকে 2,989.5 কোটি টাকা বাদ দিয়ে কোম্পানির নিট মুনাফা হয়েছে 10,055.2 কোটি টাকা।


22.8 শতাংশ বেশি মুনাফা


এক বছর আগের একই সময়ের তুলনায় যা 22.8 শতাংশ বেশি। জানুয়ারি-মার্চ 2021 ত্রৈমাসিকে ব্যাঙ্কটি 8,186.50 কোটি টাকা নিট মুনাফা করেছে। HDFC ব্যাঙ্কের মোট সিঙ্গল প্রফিট 2021-22 অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে 41,085.78 কোটি টাকা বেড়েছে। যা এক বছর আগে একই সময়ে ছিল 38,017.50 কোটি টাকা।


সুদের আয় কত ছিল ?


হিসেব বলছে, ব্যাঙ্কের নিট সুদের আয় ও অন্যান্য আয়ও 7.3 শতাংশ বেড়ে 26,509.80 কোটি টাকা হয়েছে। এক বছর আগের একই ত্রৈমাসিকে ব্যাঙ্কের নিট আয় ছিল 24,714.10 কোটি টাকা। গত ত্রৈমাসিকে ব্যাঙ্কের নেট সুদের আয় দাঁড়িয়েছে 18,872.70 কোটি টাকা, যা এক বছর আগের তুলনায় 10.2 শতাংশ বেশি।


ব্যাঙ্কের ন্যাপ কী ছিল ?


ব্যাঙ্ক বলেছে যে গ্রস নন-পারফর্মিং অ্যাসেট (এনপিএ) 31 মার্চ, 2022 পর্যন্ত মোট অ্যাডভান্সের 1.17 শতাংশে দাঁড়িয়েছে। যা এক বছর আগের একই সময়ে 1.26 শতাংশ ছিল। একইভাবে, খারাপ ঋণের ক্ষেত্রে HDFC ব্যাঙ্ক ভাল জায়গায় এসেছে। বাজার বিশেষজ্ঞদের ধারণা, সোমবার বাজার খুলতেই এর প্রভাব পড়বে HDFC Bank স্টকে। মার্জারের আগে ফের আরও অনেকটাই উঠে যেতে পারে ব্যাঙ্কের শেয়ার। ফলে ১৫০০ পেরিয়ে ফের একবার ১৬০০-র কাছে যেতে পারে দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্কের শেয়ার।


আরও পড়ুন: HUL Hike Prices: ২০ শতাংশ পর্যন্ত দাম বাড়ল সাবান ও ডিটারজেন্টের, কত দামি হল রিন, ডাভ, ভিম বার ?