রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: দরজায় কড়া নাড়ছে শরৎকাল (autumn)। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনা থামছেই না। প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে ডুয়ার্স (Dooars) ও সেই সংলগ্ন এলাকায়। আর সেই বৃষ্টির জলের তোড়ে আজ হঠাৎ করে হড়পা বান দেখা দিল মালবাজারের (Malbazar) মাল নদীতে। তাতে আটকে পড়ে বিশাল ট্রাক (Truck)।


মালবাজারের মাল নদীতে হড়পা বান


ডুয়ার্স ও সেই সংলগ্ন এলাকায় প্রতিনিয়তই চলছে পরিবেশের খামখেয়ালিপনা। থামছে না বৃষ্টি। সেই বৃষ্টির জলের তোড়ে আজ হঠাৎ করে হড়পা বান দেখা দিল মালবাজারের মাল নদীতে। তীব্র জলস্রোতে ভেসে যায় একটি বড় ট্রাক। কপাল জোরে রক্ষা পান ট্রাকের ড্রাইভার শিপেন রায় এবং খালাসী।


গাড়ি পরিষ্কার করার জন্য মূল নদীর পাশের অংশে ট্রাক নামিয়ে ধোয়ার কাজ চলছিল। হঠাৎ করে জল বেড়ে যাওয়ায় বাকিরা তীরে উঠে আসতে পারলেও আটকে পড়েন ট্রাকের ড্রাইভার এবং খালাসী। এরপর জলের স্রোত ক্রমশ বাড়তে থাকে। প্রথম দিকে ট্রাকের মাঝামাঝি পর্যন্ত জল থাকলেও কিছু সময় পরই সেই জল উঠে আসে গাড়ির কাচ পর্যন্ত।


আরও পড়ুন: Dengue: প্যারাসিটামল কিনলেই পাঠাতে হবে ক্রেতাদের নাম-ঠিকানা! ওষুধ বিক্রেতাদের নির্দেশ নবান্নের


পরবর্তীতে জেসিবির সাহায্যে দড়ি দিয়ে উদ্ধার করা হয় ট্রাকের মধ্যে আটকে পড়া দুই কর্মীকে। প্রাথমিক পর্যায়ে আবহাওয়া সাধারণ থাকলেও কিছুক্ষণের মধ্যেই মালবাজারে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এই কারণে উদ্ধারকার্য বাধা প্রাপ্ত হয়। জলের স্রোত এতটাই বেশি ছিল যে ঠিক যেই জায়গায় ট্রাকটি ছিল তার থেকে প্রায় ৭০ মিটার দূরে এসে একটি বড় পাথরে আটকে পড়ে ট্রাকটি। এরপর ট্রাক উদ্ধারে আসে বিশালাকার ক্রেন। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রবল জলস্রোতের কারণে এখনও ট্রাকটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।


বঙ্গের আবহাওয়া কেমন?


জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার ফলে চাষের উপরেও প্রভাব পড়েছে। তবে অগাস্টে সেই ছবি বেশ কিছুটা বদলেছে। সেপ্টেম্বরে একের পর এক নিম্নচাপ। সব মিলিয়ে কি মহানগরের বৃষ্টির ঘাটতি মিটে যাবে এই মরসুমে?


প্রসঙ্গত, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার ও রবিবারেও পরিস্থিতির বিশেষ বদল ঘটবে না জলপাইগুড়ি অঞ্চলে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর, দুই দিনই বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।