রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি:  সাত সকালে জলপাইগুড়িতে রেল অবরোধে ভোগান্তিতে শয়ে শয়ে মানুষ। দুর্ভোগের মুখে নিত্যযাত্রীরা। মাঝ পথে আটকে দূর পাল্লার ট্রেন। 


নন্দনপুর কেরারপাড়া হল্ট স্টেশনে অবরোধ শুরু করে নাগরিক কমিটি। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, হল্ট স্টেশন হলেও এখানে ট্রেন থামে না। এর প্রতিবাদেই শুক্রবার সকাল সাতটা থেকে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এর জেরে, দীর্ঘক্ষণ ধরে আটকে থাকে হলদিবাড়ি থেকে নিউ জলপাইগুড়িগামী লোকাল ট্রেন। রেলের তরফে বিক্ষোভ তোলার আর্জি জানিয়ে মাইকে প্রচার করলেও, ওঠেনি বিক্ষোভ। শেষ পাওয়া খবর অনুসারে, হলদিবাড়ি স্টেশনে আটকে রয়েছে কলকাতাগামী একাধিক সুপারফাস্ট এক্সপ্রেস । আটকে বাংলাদেশ নিউ জলপাইগুড়ি মিতালি এক্সপ্রেস।  


রেল রোকো দণ্ডনীয় অপরাধ এর থেকে বিরত থাকুন, বারংবার  রেল দফতর  প্রচার চালানো সত্ত্বেও কথায় কান দেননি প্রতিবাদীরা। স্থানীয়দের দাবি, আগে স্টপেজ থাকলেও কোভিডের পর থেকে তা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ স্থানীয়দের। অবশেষে রেল পুলিশের আশ্বাসে প্রায় ৩ ঘণ্টা পর ওঠে অবরোধ।                   


আরও পড়ুন, ভোটের আগে বড় ঘোষণা! 'লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 'দ্বিগুণ' বাড়ল ভাতা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে