রাজা চট্টোপাধ্যায় ও সনৎ ঝা, জলপাইগুড়ি: জলপাইগুড়ির রাজগঞ্জের সাওডাঙিতে পাশের বাড়ির দেওয়াল ধসে মৃত্যু হল দুই শিশুর। গতকাল রাতে ঘরে ঘুমোচ্ছিল ৩ বছরের দিদি আর দেড় বছরের ভাই। মা ঘরের বাইরে ছিলেন, বাবা দাঁড়িয়েছিলেন বারান্দায়। মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় পাশের বাড়ির দেওয়াল ধসে পড়ে। টিনের দেওয়াল ভেঙে তার নীচে চাপা পড়ে ভাইবোন। হাসপাতালে নিয়ে গেলে দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল দুই ফুটফুটে শিশুকে। জলপাইগুড়ির রাজগঞ্জের সাহুডাঙিতে, দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল দুই ভাইবোনের।  মঙ্গলবার দিনভর রাজগঞ্জের সাহুডাঙিতে প্রবল বৃষ্টি হয়েছে। তার জেরেই পাশের বাড়ির পাঁচিল ভেঙে পড়ে টিনের ঘরের উপর। সেই সময় ঘরে শুয়ে ছিল দুই ভাইবোন। ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে যায় দুই শিশু। আওয়াজ পেয়ে বাইরে থেকে ছুটে আসেন মা-বাবা। দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত শিশুদের বাবার অভিযোগ, বছর দুয়েক আগে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের আবেদন জানান। পুজোর আগে ঘর দেওয়ার কথা ছিল। তার আগেই এই ঘটনা। অভাবের সংসার। পাকা বাড়ি তুলতে পারেননি। কোনওরকমে টিন দিয়ে ঘিরে রেখেছিলেন। পরিবারের দাবি, প্রায় দু বছর আগে আবাস যোজনায় আবেদন করেও বাড়ি মেলেনি। মৃত শিশুদের বাবা সঞ্জীব মোহন্ত বলেন, "আবেদন করার পর ভেরিফাই করতে আসছিল দু'একবার। আমি বলেছিলাম যে স্যর ঘর কবে পাব আমরা? প্রথম লটে ঘর তো চলে গেল। এখন কবে আসবে ঘর? তো ওঁরা বলেছে এক-দেড় মাসের মধ্যে ঘর ঢুকে যাবে।'' মৃত শিশুদের দাদু রঞ্জিত রায়ের আক্ষেপ, "আজকে পাকা বাড়ি যদি থাকত, ঘরটা তো মজবুত থাকত। দেওয়ালটা একদম ঘরের ভিতরে ঢুকে যেত না।''এভাবে দুই শিশুর প্রাণ চলে গেল। তার দায় কার? সেনিয়ে শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। আজ সকালে মৃত শিশুদের পরিবারের সঙ্গে দেখা করতে যান রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়ায় এই ঘটনা। তিনি বলেন, "প্রায় তিন বছর হয়ে গেল। আমাদের ভারতবর্ষের দয়ালু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বন্ধ করে দিয়েছে পশ্চিমবাংলায়। বাংলা আবাস যোজনা, ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে।  আমাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে চেষ্টা করছে রাজ্য সরকারের তরফ থেকে বাংলা আবাস যোজনা ইতিমধ্যেই শুরু করেছে। এবং এদের নামের তালিকাও নথিভুক্ত হয়ে গেছে। এর মধ্যেই পাবে। তার মধ্যেই হঠাৎ দুর্ঘটনাটা ঘটে গেল।''