রাজা চট্টোপাধ্যায় ও অরিন্দম সেন, জলপাইগুড়ি: সূর্য ডুবলেই শোনা যাচ্ছে অচেনা আওয়াজ। তাড়া করে বেড়াচ্ছে ভয়। জলপাইগুড়ির (jalaiguri) দোমহনির দুর্ঘটনাস্থল লাগোয়া মৌয়ামাড়ি গ্রামের বাসিন্দাদের এমনই দাবি। অশরীরী আতঙ্ক দূর করতে এবার রাত পাহারার সিদ্ধান্ত নিলেন ময়নাগুড়ির (mainaguri) বিডিও (BDO)। রেলের কাছে দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলি সরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।


রাত হলেই গা ছমছম। কান পাতলেই নাকি শোনা যাচ্ছে কখনও অদ্ভূত আওয়াজ। কখনও আবার কান্নার রোল! এমনই দাবি জলপাইগুড়ির দোমহনির দুর্ঘটনাস্থল লাগোয়া মৌয়ামাড়ি গ্রামের বাসিন্দাদের একাংশের। গ্রামবাসীদের এই দাবিকে অযৌক্তিক বলে আগেই উড়িয়ে দিয়েছে বিজ্ঞানমঞ্চ। কুসংস্কার কাটাতে প্রচারের উদ্যোগ নিয়েছে প্রশাসন। 


ভয় কাটাতে এবার দোমহনির দুর্ঘটনাস্থলে রাত পাহারার সিদ্ধান্ত নিলেন ময়নাগুড়ির বিডিও। শনিবার, বাসিন্দাদের বোঝাতে বিডিও, পঞ্চায়েত সমিতির সদস্য-সহ অন্যান্যরা ঘটনাস্থলে যান। ময়নাগুড়ির বিডিও শুভ্র নন্দী জানিয়েছেন, শনিবার রাতে ওই দুর্ঘটনাস্থলেই থাকবেন তিনি। তিনি আরো বলেন, ''ভূত বলে কিছু নেই। গ্রামবাসীরাই প্রথম উদ্ধার করে। তাই আতঙ্ক কাজ করছে। কামরা যেহেতু পড়ে আছে তাই আতঙ্ক। আজ রাতে ঘটনাস্থলে আসব। রেলকে বলব, দ্রুত যাতে কামরা সরিয়ে দেওয়া হয়। রাতে ট্রেন যাতায়াতে ভাইব্রেশনে বিভিন্ন শব্দ হয়।''


দুর্ঘটনার কয়েকদিনের মধ্যেই ট্রেন চালু হলেও দুমড়ে-মুচড়ে যাওয়া বিকানের এক্সপ্রেসের আটটি বগি ঘিরে আতঙ্ক চেপে বসেছে তাঁদের মনে। ভূত তাড়ানোর নামে ইতিমধ্যেই সেখানে শুরু হয়েছে কীর্তন, পুজোপাঠ। এলাকার এক বাসিন্দা বেলা দেব জানান, ''আমরা চাই কামরা দ্রুত সরিয়ে নেওয়া হোক। কীর্তন বিশ্বাস করি না।'' 


উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি রেল দুর্ঘটনায় মৃত্যু হয় ৯ জনের। সবমিলিয়ে, প্রশ্ন উঠছে কবে কাটবে এই কুসংস্কারের মেঘ? গতকালই গোটাটাই কুংস্কার বলে দাবি বিজ্ঞান মঞ্চের। এই নিয়ে সচেতনতা বাড়ানোর কথা বলছেন চিকিৎসকরা। জলপাইগুড়ি বিজ্ঞান মঞ্চের সদস্য শৈবাল দাশগুপ্ত বলেন, "এটা অপবিজ্ঞান, মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে কিছু স্বার্থাণ্বেষী লোক এটা করছে। এর জন্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ লড়াই করছে।" অন্যদিকে, মনোরোগ বিশেষজ্ঞ স্বস্তিশোভন চৌধুরী বলেন, "বিজ্ঞানভিত্তিক ধারণা হল মানুষ মারা যাওয়ার পর অস্তিত্ব থাকে না। কুসংস্কার মনের ভয় থেকে এধরনের শব্দ শুনতে পাচ্ছে। দাবি করে একটা ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে।"