কলকাতা: পুজো, ক্রিসমাস পেরিয়েছে, করোনা পরিস্থিতির জেরে বারে বারে পিছিয়ে গিয়েছে কাকাবাবু ফ্রাঞ্চাইজির আগামী ছবির মুক্তি। অবশেষে ৪ তারিখ বড়পর্দায় মুক্তি পাচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা 'জঙ্গলের মধ্যে একটি হোটেল' অবলম্বনে তৈরি হয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। 


কিন্তু করোনা পরিস্থিতির জেরে বর্তমানে ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা রয়েছে সিনেমাহল। বাংলার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে কাকাবাবু। কিন্তু লম্বা ছুটির মুখে কাকাবাবু মুক্তি পাচ্ছে না বলে যেন একটু মনখারাপ পরিচালকের।


নতুন ছবি নিয়ে কী প্রত্যাশা পরিচালকের? সৃজিত বলছেন, 'আমি খুব উৎসাহী, কিন্তু সত্যি বলতে গেলে পুজোটা একটু মিস করছি। কাকাবাবুর সঙ্গে পুজোর একটা যোগ রয়েছে। ছবিটা পুজো বা ক্রিসমাসে মুক্তি পেলে বাচ্চারা অনেক বেশি আসতে পারত। কাকাবাবু বাচ্চাদের ছবি, আর তাদেরও এখনও পর্যন্ত ভ্যাকসিন নেওয়া হয়নি। তার ওপর এখন মাত্র ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহল খুলছে। বাচ্চাদের নিয়ে পরিবার কতটা আসবে সেই প্রশ্নচিহ্ন তো রয়েছেই। থিয়েটারে মুক্তির দিক থেকে আরও একটু ভালো সময়ে ছবিটা মুক্তি পেলে ভালো লাগত। কিন্তু বাজেটের প্রায় পুরোটাই চলে আসছে ওটিটি আর স্যাটেলাইটের সঙ্গে বানিজ্যিক চুক্তি থেকে। তারাই বা আর কতদিন অপেক্ষা করবে। সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে এই সিদ্ধান্তটাই সঠিক বলে মনে হয়েছে আমাদের।'


'বুম্বাদার একেবারে কাছে চিতা, আমার হাতে ক্যামেরা চলছে'


অনলাইন ক্লাস আর চার দেওয়ালের মধ্যে আটকে এখন যে সব খুদেরা, কাকাবাবু তাদের ছবি। 'কাকাবাবু' ছোটদের ছবি। একরত্তিদের জন্য কী বার্তা দেবেন পরিচালক? সৃজিত বলছেন, 'আমরা সবাই বাড়িতে বন্দি। স্কুল-কলেজ বন্ধ, বেড়াতে যাওয়ার তো প্রশ্নই নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ছবিটা কিন্তু আফ্রিকা বেড়াতে যাওয়ার একটা বিশাল বড় সুযোগ। একা নয়, সঙ্গে কাকাবাবু, সন্তু আছে, আর আছে ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার। সবকিছু উপভোগ করতে 'কাকাবাবুর প্রত্যাবর্তন' দেখতে হবে বড়পর্দায়।