দার্জিলিং : রবিবারই কথা হয়েছিল। সেই শেষ। আর সোমবার এল খারাপ খবর। মাত্র ২৭ বছর বয়সেই গেল প্রাণ। ছোট থেকেই দেশের জন্য লড়াইয়ের ব্রতী নিয়েছিলেন। সেইমতো গায়ে তুলে নিয়েছিলেন সেনার পোশাক। B.Tech ইঞ্জিনিয়ারিংয়ের মতো ডিগ্রি থাকা সত্ত্বেও বেছে নেননি অপেক্ষাকৃত নিরাপদ কোনও পেশা, বরঞ্চ বাবাকে দেখে বড় হওয়া ব্রিজেশ থাপার মন-প্রাণ ছোট থেকে পড়েছিল সেনা হয়ে দেশসেবার কাজে। হয়েওছিলেন তাই। সেই দেশসেবার কাজ করতে গিয়েই শহিদ হলেন ক্যাপ্টেন ব্রিজেশ থাপা। দার্জিলিঙের বাসিন্দা।


জম্মু-কাশ্মীরের ডোডায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ পাঁচ সেনার মধ্যে রয়েছেন দার্জিলিঙের বাসিন্দা তথা ক্যাপ্টেন ব্রিজেশ থাপাও। নিহত ক্যাপ্টেন ব্রিজেশ থাপার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।


নিহত সেনা ক্যাপ্টেন ব্রিজেশ থাপার বাবা কর্নেল (অবসরপ্রাপ্ত) ভুবনেশ থাপা বলেন, 'রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ শেষবার ছেলের সঙ্গে কথা হয়েছিল। বলেছিল, একদিন আগেই পাহাড় থেকে নীচে নেমে এসেছে। পরের দিন, আবার ওখানে ফিরে যাওয়ার আদেশ এসেছিল। কিছু খবর ছিল। বলেছিল ১১টায় ফের যাত্রা শুরু করার কথা। ৬-৭ ঘণ্টা চড়ে যেতে হত। রাস্তা নেই। জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হয়। পার্টি নিয়ে ওপরে যাওয়ার ছিল। সেটাই শেষ কথা ১৪ তারিখে। ১৫ তারিখ রাতে এই ঘটনা ঘটল। কাল রাত সাড়ে ১০টায় খবর পাই। ছেলে ৫ বছর ধরে কর্মরত ছিল।


কর্নেল শোনালেন ছোট থেকেই ব্রিজেশের দেশসেবা করার আগ্রহের কথা। তিনি বললেন, 'আমি যখন সেনার গাড়িতে চাপতাম, মাঝেমধ্যে ও পেছনের আসনে বসত। তখন বলত, কোনওদিন তোমার মতোই সামনের আসনে বসব। ছোট থেকে দেশের জন্য লড়াই করার আগ্রহ ছিল। কখনো ভয় পায়নি। ঝোঁকেনি। সব কাজ ঠিকঠাক করত। B.Tech ইঞ্জিনিয়ারিং করেছিল। কিন্তু ও বলেছিল, না সেনাতেই যোগ দেব।' অন্যদিকে সংবাদ সংস্থা ANI-কে তিনি বলেন যে, 'আমি গর্বিত আমার সন্তান দেশের জন্য কিছু করেছে।'




শহিদ-পুত্রের ছবির সামনে দাঁড়িয়ে গর্বিত বাবা


প্রসঙ্গত ভারতীয় সেনা সূত্রে জানা যা, সোমবার রাতে কয়েকজন জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়ে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় যৌথ অভিযান চালায় রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু ও কাশ্মীর স্পেশাল অপারেশন গ্রুপের জওয়ানরা। সোমবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ডোডা জেলার ডেসা জঙ্গল এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।